পরিসেবা (Services)

Hhh
পরিসেবা (Services)
পরিসেবা (Services) পরিসেবা অর্থাৎ ইংরেজিতে সার্ভিসেস ( services ) হল ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানের কাজের ফলে সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক কাজে সাহায্যকারী, উৎসাহ-প্রদায়ী পণ্য বা ব্যবস্থাপনা ( system )।  পরিসেবা হল অস্পর্শযোগা ( intangible ) পণ্য। যেমন- পরিবহন ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, মোবাইল পরিসেবা ব্যবস্থা, বিমা ব্যবস্থা, বিজ্ঞাপন পরিসেবা ইত্যাদি। অর্থনৈতিক কার্যাবলির শ্রেণিবিভাগ বা ধরন অনুসারে পরিসেবা টার্সিয়ারি (Tertiary) অর্থনৈতিক কাজের অন্তর্গত। পণ্য ও পরিসেবার মধ্যে পার্থক্য (Differences between Goods and Services) পণ্য হল একটি দ্রব্য বা বস্তু যার ভৌতগুণ (physical characteristics) আছে, যেমন- পণ্যের ওজন, আয়তন, গন্ধ, স্পর্শযোগ্যতা (tangibility), অবস্থা (state অর্থাৎ কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থা)।  এই ভৌতগুণ কোনো কারবারের বা শিল্পের অবস্থানের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। যথা- ভারহ্রাসমান কাঁচামাল বা পণ্য যেমন আকরিক লোহা, কয়লা, আকরিক তামা ইত্যাদি দূরদূরান্তে বিশেষত সড়ক পথে পরিবহন করা অলাভজনক। তাই লৌহ-ইস্পাত শিল্প সাধারণত কাঁচামালের কাছাকাছি কোনো স্থানে গড়ে তোলা হয়, যেমন- কয়লার উৎসের…

একটি মন্তব্য পোস্ট করুন