পণ্য ও পরিসেবার মধ্যে পার্থক্য (Differences between Goods and Services)
পণ্য ও পরিসেবার মধ্যে পার্থক্য (Differences between Goods and Services) পণ্য হল একটি দ্রব্য বা বস্তু যার ভৌতগুণ (physical characteristics) আছে, যেমন- পণ্যের ওজন, আয়তন, গন্ধ, স্পর্শযোগ্যতা (tangibility), অবস্থা (state অর্থাৎ কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থা)। এই ভৌতগুণ কোনো কারবারের বা শিল্পের অবস্থানের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। যথা- ভারহ্রাসমান কাঁচামাল বা পণ্য যেমন আকরিক লোহা, কয়লা, আকরিক তামা ইত্যাদি দূরদূরান্তে বিশেষত সড়ক পথে পরিবহন করা অলাভজনক। তাই লৌহ-ইস্পাত শিল্প সাধারণত কাঁচামালের কাছাকাছি কোনো স্থানে গড়ে তোলা হয়, যেমন- কয়লার উৎসের কাছে অবস্থিত দুর্গাপুরের লৌহ-ইস্পাত কারখানা। বিপরীতভাবে, পরিসেবার কোনো ভৌতগুণ নেই। পরিসেবা হল অস্পর্শনযোগ্য। পণ্য প্রকৃতির দান বা মনুষ্যসৃষ্ট বস্তু। যেমন- খনিজ তেল ও কেরোসিন, ডিজেল। অন্যদিকে পরিসেবা হল মানুষের জন্য মানুষের তৈরি পণ্য বা ব্যবস্থাপনা, যেমন ইনটারনেট পরিসেবা। পণ্যের নির্দিষ্ট উৎস (source) আছে। এই উৎস প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট। যেমন- ভারতে সোনার খনির অবস্থান হল কর্ণাটকের কোলার (Kolar) ও হাট্টি (Hatti)। কিন্তু সোনার অলংকারের প্রাপ্তিস্থান যে-কোনো…