পণ্য ও পরিসেবার বৈশিষ্ট্য (Characteristics of Goods and Services)

Hhh
পণ্য ও পরিসেবার বৈশিষ্ট্য (Characteristics of Goods and Services) পণ্য ও পরিসেবার কয়েকটি উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য আছে, যেমন- (1) পণ্য ও পরিসেবার প্রাথমিক অর্থনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে তার ব্যবহারযোগ্যতা (serviceability)। অর্থাৎ পণ্য ও পরিসেবার উপযোগ (utility) আছে। উপভোক্তার দ্বারা উপভোগ ছাড়া (consumption) পণ্য ও পরিসেবার আর কোনো লক্ষ্য নেই। (2) পণ্য ও পরিসেবা উপভোগ করার অন্যতম শর্ত হল চাহিদা অনুসারে পণ্য ও পরিসেবার জোগান। এই শর্ত উৎপাদক বা পরিসেবা-প্রদায়ী সংস্থা পালন করে। (3) উপভোক্তা উৎপাদকের সঙ্গে পণ্য ও পরিসেবার ভোগ বা ব্যবহার করার উদ্দেশ্যে চুক্তি করে  যেমন - উৎপাদক ও উপভোক্তা উভয়েই কোনো দ্রব্যের জন্য একটি নির্দিষ্ট দামে বেচতে ও কিনতে রাজি হয়)। এই চুক্তি (agreement) ছাড়া পণ্য হস্তান্তরিত হয় না, পরিসেবাও পাওয়া যায় না। সুতরাং চুক্তি পছন্দ না হলে উপভোক্তাকে বর্জন করার (exclusion) স্বাধীনতা উৎপাদকের আছে। তবে যে পণ্য বা পরিসেবা জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়- সাধারণত সরকার (Government) সেই কাজ করে- সেই পণ্য ও পরিসেবা পাওয়া থেকে উপভোক্তাকে বঞ্চিত করা যায় না। যেমন সমুদ্র তীরে লাইট হাউস…

একটি মন্তব্য পোস্ট করুন