জিও-স্টেশনারি স্যাটেলাইট (Geo-Stationary Satellite )

জিও-স্টেশনারি স্যাটেলাইট (Geo-Stationary Satellite )
Geo-Stationary Satellite এই ধরনের স্যাটেলাইটগুলির গতি ও পরিক্রমণ পথ পৃথিবীর গতি ও পরিক্রমণ পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ পৃথিবী যেদিকে আবর্তন করে এই স্যাটেলাইটগুলিও সেই দিকেই তার কক্ষপথ বরাবর পরিক্রমণ করে। ফলে এই স্যাটেলাইটগুলিকে পৃথিবীর সাপেক্ষে আপাত দৃষ্টিতে স্থির বলে মনে হয়। তাই একে Geo-Stationary Satellite বলে। এই স্যাটেলাইটগুলি Equatorial Orbit এ থেকে পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বে পরিক্রমণ করে (Fig. 5.9)। বৈশিষ্ট্যঃ এই স্যাটেলাইটগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি হল- i) এই স্যাটেলাইটগুলি পৃথিবীর আবর্তনগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ পৃথিবী যেমন পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে তেমনি এই স্যাটেলাইটগুলিও পৃথিবীকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্বে তার কক্ষপথ বরাবর পরিক্রমণ করে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করতে সময় লাগে প্রায় 24 ঘন্টা। তেমনি এই স্যাটেলাইটগুলির পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 24 ঘন্টা। ফলে এই স্যাটেলাইটগুলি পৃথিবীর একটি অংশেই সর্বদা স্থির থাকে। এই ধরনের একটি স্যাটেলাইট পৃথিবীর তিন ভাগের এক ভাগ অংশের তথ্য 24 ঘন্টাই সংগ্রহ করতে থাকে। ফলে সমগ্র পৃথিবীর…

একটি মন্তব্য পোস্ট করুন