রিমোট সেন্সিং-এর পদ্ধতি (Stage of Remote Sensing)

রিমোট সেন্সিং-এর পদ্ধতি (Stage of Remote Sensing)
রিমোট সেন্সিং-এর পদ্ধতি (Stage of Remote Sensing): একটি আদর্শ Remote Sensing ব্যবস্থা (An ideal Remote Sensing System) নিম্নলিখিত পর্যায়ের মাধ্যমে সম্পাদিত হয় | (i) শক্তির উৎস (Source of Energy):  আলো ছাড়া কোন বস্তুকে দেখা যায় না। তাই রিমোট সেন্সিং এর প্রথম প্রয়োজনীয় উপাদান হল শক্তির উৎস, যা থেকে EMR নির্গত হয়ে বস্তুতে পতিত হয় এবং বস্তু কর্তৃক এই শক্তি প্রতিফলিত ও বিকিরিত হলে সেন্সর তা সংগ্রহ করে ঐ বস্তু সম্পর্কে তথ্য প্রদান করে। যেমন শক্তির প্রাকৃতিক উৎস হল সূর্য, কৃত্রিম উৎস হল Radar, Flash light, Laser ইত্যাদি। (ii) শক্তির উৎস থেকে নির্গত শক্তির সঙ্গে বায়ুমণ্ডলের ক্রিয়া প্রতিক্রিয়া (Energy interaction with the atmo- sphere): উৎস থেকে শক্তি নির্গত হয়ে ভূপৃষ্ঠ বা কোন বস্তুতে পতিত হওয়ার সময় শক্তির উৎস ও বস্তুর মধ্যবর্তী অংশে বিরাজমান বায়ুমণ্ডলের সঙ্গে শক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া সংঘটিত হয়। বায়ুমণ্ডলের ধূলিকণা, জলকনা ইত্যাদি দ্বারা আলোর বিচ্ছুরণ (Scattering) বা শোষণ (Absorption) ঘটে। বিশেষ করে ক্ষুদ্রতরঙ্গগুলি অধিক বিচ্ছুরিত ও শোষিত হয়। (Ⅲ) ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর সঙ্গে শক্তির ক্রিয়া-প্রত…

একটি মন্তব্য পোস্ট করুন