তেহরি বাঁধ আন্দোলন [Tehri Dam Movement]

তেহরি বাঁধ আন্দোলন [Tehri Dam Movement] ভারতের পরিবেশীয় আন্দোলনের ক্ষেত্রে এক অতি সক্রিয় পদক্ষেপ হল তেহরি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে সংগঠিত পরিবেশবাদী আন্দোলন। তেহরি বাঁধ প্রকল্প বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রয়েছে প্রধানত তেহরি বাঁধ নির্মাণের পরিকল্পনা। পরিকল্পনা অনুসারে তেহরি বাঁধ হল ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ নুড়ি ভরাট বাঁধ। তাছাড়াও এই বাঁধটি পৃথিবীর সুদীর্ঘ বাঁধগুলির মধ্যে অন্যতম। তেহরি বাঁধটির ভৌগোলিক অবস্থান 30°22 40" উত্তর ও 78°2850" পূর্ব।  ভারতবর্ষের উত্তরাঞ্চল রাজ্যের তেহরি জেলায় গঙ্গার দুটি প্রধান উপনদী ভাগীরথী ও ভিলগঙ্গার সঙ্গমস্থলের পাদদেশে ভাগীরথী নদীর ওপর তেহরি বাঁধ নির্মাণ কার্য শুরু হয়েছিল। মধ্য হিমালয়ের এই অঞ্চলটি ভূতাত্ত্বিক মতে ব্যাপক ভঙ্গুর প্রকৃতির। এই বাঁধটি নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার প্রয়াসের বিরুদ্ধে তৎকালীন স্থানীয় পরিবেশ সচেতন মানুষজন এক সুসংগঠিত পরিবেশ আন্দোলন সৃষ্টি করে, এই আন্দোলনই তেহরি বাঁধ প্রকল্প বিরোধী আন্দালন নামে সুপরিচিত। 1970-এর দশকে সরকার তেহরিতে বাঁধ তৈরি করার সিদ্ধান্ত নেয়। এই সাপেক্ষে 1961 সালে তেহরি বাঁধ প্…

একটি মন্তব্য পোস্ট করুন