পরিবেশ ভূগোলের প্রাসঙ্গিকতা (Relevance of Environmental Geography)
পরিবেশ ভূগোলের প্রাসঙ্গিকতা (Relevance of Environmental Geography)
পরিবেশ ভূগোলের প্রাসঙ্গিকতা [Relevance of Environmental Geography] পরিবেশ সম্বন্ধে বহু আগে মানুষের জ্ঞান থাকলেও পরিবেশ ভূগোলটি বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বিভিন্ন ভৌগোলিক বিশ্লেষণে দেখা দিয়েছে। শত্রুর দিকে বিষয়টি জীববিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্গত থাকলেও পরবর্তী সময়ে তার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যত্র ছড়িয়ে পড়েছে। অর্থাৎ জীবমণ্ডলের প্রভাববিস্তারকারী বিভিন্ন উপাদানগুলিকে অনেকে পরিবেশ বলে মেনে নিয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণার পরিবর্তন লক্ষ করা গেছে। পরিবেশ সম্পর্কে জ্ঞানলাভের গুরুত্ব অপরিসীম। এই জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। বর্তমানে পরিবেশ ভূগোল শুধুমাত্র পরিবেশ বিদ্যা, জীববিদ্যা, ভূগোলের মধ্যে আর সীমাবদ্ধ নেই। এর সীমাবদ্ধতা অনেকদূর গড়িয়ে গেছে। নীচে পরিবেশ ভুগোলের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করা হল। 1. পরিবেশ ভূগোলের আলোচনার প্রাণকেন্দ্র হল পরিবেশ কী অবস্থায় রয়েছে এবং তাকে কী করে সুস্থিত রাখা যায়। তা নিয়ে চিন্তাধারা বা ভাবনা যা পরিবেশ ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। 2. সভ্যতার সৃষ্টির আদি লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত পরিবেশ মানবিক না প্রাকৃতিক কিংবা আধা-প্…