পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা (Present Status of East Kolkata Wetland)
পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা (Present Status of East Kolkata Wetland)
পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা (Present Status of East Kolkata Wetland) পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা খুবই হতশ্রী প্রকৃতির। নানান প্রকার মনুষ্যসৃষ্ট অদুরদর্শী কার্যকলাপ পূর্ব কলকাতার জলাভূমির ওপর সুসংঘটিত হওয়ার ফলে তার স্বাভাবিক চরিত্র ও গুণাবলি ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হচ্ছে বর্তমান পৃথিবীতে। পূর্ব কলকাতার জলাভূমির বর্তমান অবস্থা নিম্নে আলোচিত হল— (1) বৃহদায়তন যুক্ত ধারণ অববাহিকা থাকা সত্ত্বেও পূর্ব কলকাতার জলাভূমিতে জলপ্রবাহ বর্তমানে কলকাতা পৌরসভা কর্তৃক সৃষ্ট বর্জ্য জলের ওপর বহুলাংশে নির্ভরশীল। (2) বর্তমান সময়ে স্বাদু জলের প্রবাহ যথেষ্ট মাত্রায় হ্রাস পাওয়ায় এবং লবণাক্ত জলের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় পূর্ব কলকাতার জলাভূমি অঞ্চলে পলিসময়ের পরিমাণ দ্রুত বর্ধিত হচ্ছে। (3) মানুষের বিভিন্ন অদুরদর্শী কার্যকলাপের ফলে পূর্ব কলকাতার জলাভূমির আয়তন বর্তমানে ক্রমসংকুচিত হচ্ছে। বিভিন্ন প্রোমোটাররাজের খপ্পরে পড়ে জলাভূমির ক্রমভরাটপ্রাপ্তি ঘটছে ও জলাভূমির আয়তন হ্রাস পাচ্ছে। (4) বর্তমানে পূর্ব কলকাতার জলাভূমি এলাকার ভূমির ব্যবহারের যথেষ্ট পরিবর্ত…