নর্মদা আন্দোলন [Narmada Movement ]
নর্মদা আন্দোলন [Narmada Movement ] ভারতবর্ষের পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে অন্যতম প্রধান নদী হল নর্মদা। নর্মদা নদী 1060 মি. উঁচুতে মহাকাল পর্বতের অমরকণ্টক গুলোর একটি প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করে সাতপুরা পর্বতের উত্তর দিকের গ্রস্ত উপত্যকার, মধ্যপ্রদেশ ও গুজরাতের বেশ কতগুলি অঞ্চল এবং অতি সংবেদনশীল বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত বা ক্যাম্বে উপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদীর আরেক নাম রেবা। ভারতের গুজরাত ও মধ্যপ্রদেশ রাজ্যের উদ্যোগে নর্মদা নদী ও তার কয়েকটি উপনদীর ওপর একাধিক প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। এই প্রকল্পের মধ্যে ছিল 30টি বৃহৎ বাঁধ প্রকল্প, 135টি মাঝারি বাঁধ প্রকল্প ও 3000টি ক্ষুদ্র বাঁধ প্রকল্প। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রধান প্রকল্প ছিল সর্দার সরোবর প্রকল্প। এই প্রকল্পের ভাঁওতামূলক উদেশ্যগুলিকে পর্যালোচনা করে এবং প্রকল্প রূপায়ণের দরুন ব্যাপক ক্ষয়ক্ষতির কথা আশঙ্কা করে তৎকালীন পরিবেশবাটী বাস্তুচ্যুতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, কর্মসংস্থান প্রভৃতির জন্য যে ব্যাপক আন্দোলনের জন্ম দিয়েছিল, সেই আন্দোলনই 'নর্মদা বাঁচাও আন্দোলন' বা 'NBA' নামে সুপরি…