বাস্তুবিদ্যার ধারণা (Concept of Ecology)
বাস্তুবিদ্যার ধারণা (Concept of Ecology) ইংরেজি ‘Ecology' শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, যথা Oikos' যার অর্থ বাসস্থান এবং Logos যার অর্থ জ্ঞান। অর্থাৎ, 'Ecology' শব্দটির সম্পূর্ণ অর্থ হল জীবের বাসস্থান সম্পর্কে জ্ঞানার্জন। 1866 সালে জার্মান বিজ্ঞানী হেকেল ( Haeckel) প্রথম Oekologic শব্দটি ব্যবহার ও প্রয়োগ করেন। তাঁর মতে, পরিবেশের সঙ্গে জীবের সম্পর্কই হল বাস্তুবিদ্যার প্রধান বিষয়বস্তু। এরপরে বহু বিজ্ঞানী ইকোলজি' শব্দটি নানাভাবে ব্যবহার করেন। অনেকের মতে, 'ইকোলজি' হল “বিজ্ঞানসম্মত প্রাকৃতিক ইতিহাস'। কেউ কেউ আবার ইকোলজি'কে জৈব সম্প্রদায় বিদ্যা' এবং 'গোষ্ঠী ও জনসংখ্যা বিজ্ঞান' ইত্যাদি নামেও অভিহিত করেন। অতএব উপরিউক্ত আলোচনা থেকে ‘ইকোলজি'-র সংজ্ঞা দেওয়া যায় যে, “যে বিজ্ঞানে উদ্ভিদ ও প্রাণীজগতের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয়, তাকে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলে।” এই প্রসঙ্গে বলা যায়, পৃথিবীর স্থলমণ্ডল (Lithosphere), বারিমণ্ডল (Hydrosphere) ও বায়ুমণ্ডলের (Atmosphere) যেখানে জীবের উপস্থিতি লক্ষ করা যায়, তাকে জীবের বসতিস্থান চি…