অরোভিল আন্দোলন [Auroville Movement]
অরোভিল আন্দোলন [Auroville Movement] ভারতবর্ষের ইতিহাসে পরিবেশ সুরক্ষামূলক আন্দোলনের এক অসামান্য প্রমাণ হল অরোভিল আন্দোলন। এই আন্দোলনটি ভারতে পরিবেশগত সচেতনতা বিস্তারের ক্ষেত্রে ব্যাপক মাত্রিক গুরুত্ব বহন করে থাকে। অরোভিল আন্দোলনের ‘অরোভিল’ শব্দটির পূর্ণ অর্থ হল অরবিন্দ পল্লী। এই অর্থটির ইংরাজি প্রতিশব্দ হল Aurobindo Village। এই অরবিন্দ পল্লী হল আসলে নানান জাতির পারস্পরিক সম্পর্কযুক্ত মানুষের একসঙ্গে বসবাস করায় এক ছোটো পল্লী বা গ্রাম বিশেষ। আলোচ্য 'অরোভিল' গঠনের উৎসে ছিল পরিবেশের সুস্থতা, স্বাভাবিকতা ও বাস্তুব্যবস্থার সুষ্ঠু সংহতি বজায় রাখার অনবদ্য চেতনা। এই ‘অরোভিল' বা অরবিন্দ পল্লীর সংঘবদ্ধ মানবজনের সকলেই ঋষি অরবিন্দের শাস্ত্র, সমাহিত, আধ্যাত্মিক শাস্তিতে পূর্ণ জীবনদর্শনের দ্বারা ঐক্যবদ্ধ এবং এই জীবনবোধের প্রতি একান্তভাবে বিশ্বস্ত। অরবিন্দ পল্লীর ঋষি অরবিন্দ অনুরাগী সদস্যগণ প্রকৃতি ও পরিবেশের সাথে মনুষ্য জীবনের একাত্মতা বিষয়ক অরবিন্দের সমন্বয়ধর্মী জীবন চেতনাকে ঘিরে পরিবেশের সুস্থতা ও বাস্তুব্যবস্থার ভারসাম্য রক্ষার জন্য অতিসক্রিয়ভাবে কাজ করে চলেছেন। তাঁদের এই কার্য প…