যুক্তিসংগত নির্বাচনের তত্ত্ব (Theory of Rational Choice )

যুক্তিসংগত নির্বাচনের তত্ত্ব (Theory of Rational Choice )
যুক্তিসংগত নির্বাচনের তত্ত্ব (Theory of Rational Choice ) অর্থনৈতিক, সামাজিক, অর্থনৈতিক মনস্তত্ত্ব, মানুষের আর্থ-সামাজিক আচরণ (behaviour) প্রভৃতি নানা ক্ষেত্রে মানুষ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। ধ্রুপদি (classical), নব্য ধ্রুপদি (neo-classical), আধুনিক ও কল্যাণমুখী (welfare) অর্থনৈতিক বিশ্লেষণের ব্যাপ্ত পরিসরে নির্বাচনকে ভিত্তি করে নানা মতামত ও তত্ত্ব আছে, যেমন উপভোক্তার নির্বাচন তত্ত্ব (Theory of Consumer Choice); অমর্ত্য সেন, ফিসবার্ন, অ্যারো প্রমুখের সামাজিক নির্বাচন তত্ত্ব (Social Choice Theory) ইত্যাদি। বর্তমান আলোচনায় সাধারণ মানুষ কীভাবে তার নিজস্ব যুক্তিসংগত পথে নির্বাচন করে, সে বিষয়টি ব্যাখ্যা করার উদ্দেশ্যে যুক্তিসংগত নির্বাচন তত্ত্ব সম্পর্কে (Rational Choice Theory) আলোচনা করা হল। এই তত্ত্বটি উইলিয়াম স্ট্যানলি জেভস (William Stanly levons), গ্যারি বেকার (Gary Becker), ড্যানিয়েল খানম্যান (Daniel Kahneman). লায়নেল রবিনস (Lionel Robbins), বায়রন মিলার (Byron Miller), ডোনাল্ড গ্রিন (Donald P Green) প্রমুখের আলোচনা-সমালোচনায় সমৃদ্ধ হয়েছে।  নির্বাচন (Choice) বিভিন্ন …

একটি মন্তব্য পোস্ট করুন