মাসাইদের সামাজিক সমস্যা (Social problems of the Maasai) :

মাসাইদের সামাজিক সমস্যা (Social problems of the Maasai) :
মাসাইদের সামাজিক সমস্যা (Social problems of the Maasai) : 1. পিতৃতান্ত্রিক মাসাই সমাজের একটি বড়ো সমস্যা হল মহিলাদের উপেক্ষা করে রাখা। মাসাইদের অভ্যন্তরীণ ‘Kraal’-গুলি বাদে অন্যান্য বহির্জগতে মহিলাদের গমন পুরোপুরি নিষিদ্ধ। ফলে বেশির ভাগ মহিলারাই গৃহবন্দি রূপে, জীবন যাপন করে। তাছাড়া মাসাই সমাজে যেমন বিধবাদের পুনর্বিবাহের সুযোগ নেই তেমনই অসংখ্যমহিলা বহুবিবাহের শিকার, যাদেরকে মাসাই পুরুষরা শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্যই "স্ত্রীর স্বীকৃতি দেয়। ফলে মাসাই সমাজের মহিলাদের স্বাভাবিক গুণাবলি বিকশিত হয় না। 2. মাসহিরা পশুপালন এবং সংগ্রহভিত্তিক জীবনধারার মধ্য দিয়ে যে সমস্ত খাদ্য পেয়ে থাকে তা সবসময় শরীরের প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। বর্তমান কেনিয়ার প্রায় 3.4 লক্ষ মাসাই খাদ্য নিরাপত্তাহীনতায় চুগছে। এ ছাড়াও মাসাইল্যান্ডের যে সমস্ত চারণভূমিতে মাসাইরা পশুপালন করে, সেখানেও পর্যাপ্ত পশুখাদ্যের অভাব রয়েছে। ফলে এখানকার অধিকাংশ পশুরা অনেকসময় না খেতে পেয়ে মারা যায়। 3. স্বাস্থ্য ক্ষেত্রে মাসাহরা বহুবিধ সমস্যায় জর্জরিত। (i) মাসাই উপজাতিরা তাদের জটিল রোগগুলিতেও প্রথাগত আয়ুর্বেদিক চিকিৎসা কর…

একটি মন্তব্য পোস্ট করুন