অর্থনৈতিক ভূগোলের আধুনিক দৃষ্টিভঙ্গী (Modern Approach of economic geography )

অর্থনৈতিক ভূগোলের আধুনিক দৃষ্টিভঙ্গী (Modern Approach of economic geography )  গত তিন দশকে অর্থনৈতিক ভূগোলে কয়েকটি নতুন দৃষ্টিভঙ্গীর উন্মেষ ঘটেছে। সেগুলি হল -  (i) পদ্ধতিগত দৃষ্টিভঙ্গী (System Approach) : - পদ্ধতি দ্বারা বিশ্লেষণ কোন তাত্ত্বিক বা দার্শনিক ভাবধারা নয় বরং এটি একটি প্রণালী বিজ্ঞান (Methodology) অর্থনৈতিক ভূগোলে বাস্তবের অর্থনৈতিক কার্যকলাপ, বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক উপকরণগুলো বুঝতে এই পদ্ধতি দৃষ্টিভঙ্গীর প্রয়োগ শুরু হয়, কারণ পদ্ধতি হল কয়েকটি উপকরণের সম্মেলন। সেই থেকেই অর্থনৈতিক কর্মকান্ড একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে চলে। (ii) আচরণগত দৃষ্টিভঙ্গী (Behavioral Approach) :  বর্তমানে অর্থনৈতিক ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গীর বিশেষ ব্যবহার হচ্ছে। কোন অঞ্চলে অর্থনীতি সংক্রান্ত মানুষের অভিজ্ঞতা ও তার ভাবনা অর্থনৈতিক ভূগোলের অন্যতম আলোচনার বিষয় । কারণ অভিজ্ঞতা বা নিজস্ব ভাবনার ভিত্তিতেই এক এক স্থানে এক এক রকম অর্থনৈতিক কার্যকলাপের প্রচলন হয় ৷  এমনকি উৎপাদনের চাহিদা হ্রাস বৃদ্ধি হওয়া ভোগকর্তার ইচ্ছার ওপর নির্ভর করে, যা আবার সময় ও পরিস্থিতির অনুসারে তা পরিবর্তিত হতে পারে, যা আবার…

একটি মন্তব্য পোস্ট করুন