অরণ্য-সংরক্ষণের উপায়( Forest-conservation means)
অরণ্য-সংরক্ষণের উপায়( Forest-conservation means) : পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হলে অরণ্যের সবুজকে আবার ফিরিয়ে আনা দরকার। বিভিন্ন দেশের মতো ভারতেও অরণ্য সংরক্ষণের জন্য নিম্নোক্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এ কাজে প্রয়োজনীয় পদক্ষেপগুলি হল— 1. দাবানল প্রতিরোধ : কানাডা ও রাশিয়া ফেডারেশনের বনাঞ্চলে মাঝে মাঝেই দাবানল সৃষ্টি হয়। কানাডার বনগুলিতে অল্প দূরত্বের ব্যবধানে দাবানল রোধ করার জন্য প্রহরাকেন্দ্র ( watch centre) আছে। এসব প্রহরাকেন্দ্রে খবরাখরব দেওয়ার আধুনিক ব্যবস্থা এবং অগ্নিনিবারক যন্ত্রাদি রয়েছে। 2. বাস্তুতন্ত্র : জীবজন্তু-সংরক্ষণের জন্য বাস্তুতন্ত্রের (ecology) খুব প্রয়োজনীয়তা আছে। ভারতেও সংরক্ষিত বনভূমি, অভয়ারণ্য, মৃগদাব গড়ে তুলে অরণ্য ও পশু সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে যদিও এসব অরণ্যে সংরক্ষণের ব্যবস্থা যথোপযুক্ত নয়। 3. বৃক্ষছেদন : পতিত জমিতে বৃক্ষচ্ছেদনের কারণে কৃষিজমি চাষের অযোগ্য হয়ে পড়তে পারে। সেখানে বনসৃজন করে ভালো ফল পাওয়া যায়। এতে করে একদিকে যেমন ওই জমির ভূমিক্ষয় রোধ করা যায় অন্যদিকে তেমনি বৃক্ষ রোপণ করে ভবিষ্যতে কৃষকের লাভ হয়। ভারতের রাজ…