ইকনমিক ম্যান (Economic Man)
ইকনমিক ম্যান (Economic Man) 1776 সালে স্কটিস দার্শনিক ও ধ্রুপদি অর্থতত্ত্বের (Classical economics) প্রতিষ্ঠাতা অ্যাডাম স্মিথ (Adam Smith) তাঁর An Enquiry into the Nature and Causes of the Wealth of Nations গ্রন্থে “ইকনমিক ম্যান" (Economic Man)-এর ধারণা দেন। বাংলায় “ইকনমিক ম্যান”-কে “অর্থনীতিক মানুষ” বা “অর্থনৈতিক মানুষ” বলা যায়। তবে “ইকনমিক ম্যান” শব্দবন্ধের মধ্যে যে গভীর ব্যপ্তি রয়েছে, তা “অর্থনীতিক মানুষ” বা “অর্থনৈতিক মানুষ” – এই ভাষান্তরের মধ্যে সবটা খুঁজে পাওয়া যায় না বলে মনে হয়। তাই বর্তমান আলোচনায় “ইকনমিক ম্যান”-কে তার স্বনামে অর্থাৎ ““ইকনমিক ম্যান” নামেই ডাকা হবে। প্রসঙ্গত 1784 সালে অ্যাডাম স্মিথের Wealth of Nations গ্রন্থের পরিশোধিত বৃহত্তর সংস্করণ প্রকাশিত হয়। ইংল্যান্ডের বিশিষ্ট চিন্তাবিদ এবং অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) 1844 সালে প্রকাশিত তাঁর Essays on Some Unsettled Questions in Political Economy নামক গ্রন্থে রাজনৈতিক অর্থনীতির (Political Economy) আলোচনায় “ইকনমিক ম্যান”-এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। পরবর্তী পর্যায়ে ফ্রান্সিস এজওয়ার্থ (Fran…