অরণ্যনিধন (deforestation)
অরণ্যনিধন (deforestation) ভারতবর্ষে একদা (খ্রিস্টপূর্ব 3,000 বছর) সমগ্র ভূমির 80% জুড়ে অরণ্যাঞল বিরাজ করত। আর 2010 খ্রিস্টাব্দে তা এসে দাঁড়িয়েছে মাত্র 23% অথবা 68,434,000। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, সেইসঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত মাথাপিছু সম্পদের চাহিদার সম্মিলিত ফলেরই একটি প্রকাশ এই অরণ্যনিধন। 1990 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে ভারতের 224,750 হেক্টর অরণ্য ধ্বংস হয়েছে। সেইসঙ্গে শেষ হয়ে গেছে এদেশের অধিকাংশ তৃণভূমি। ভারতে মাথাপিছু অরণ্যভূমির পরিমাণ সর্বাপেক্ষা কম। পৃথিবীতে মাথাপিছু অরণ্যভূমির পরিমাণ গড়ে । হেক্টর, কিন্তু ভারতের ক্ষেত্রে এই পরিমাণ মাত্র 0.10 হেক্টর। আবার কানাডা, অস্ট্রেলিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে মাথাপিছু গড় অরণ্যভূমির পরিমাণ যথাক্রমে 14.2, 7.6 এবং 7.30 হেক্টর। ভারতে প্রতি বছরে গড়ে 15 লক্ষ হেক্টর অরণ্য নির্মূল করা হয়। এই হার অব্যাহত থাকলে আগামী 20 বছরের মধ্যে ভারত সম্পূর্ণ অরণ্যবিহীন হয়ে পড়বে। ভারতের মোট ভূভাগের প্রায় । শতাংশ ভূমি প্রতি বছর বন্ধ্যা ভূমিতে পরিণত হয়। * আমাদের দেশে অরণ্যনিধনের প্রধান কারণগুলি হল: ঝুম চাষ ( Jhoom Cultivation), উন্নয়ন প্রকল্প (Devel…