অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন সংজ্ঞা (Definitions of Economic Geography) :
অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন সংজ্ঞা (Definitions of Economic Geography) : বিভিন্ন অর্থনৈতিক ভূগোলবিদরা অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দিয়েছেন যার মাধ্যমে বিষয়গত দিক দিয়ে অর্থনৈতিক ভূগোল সমৃদ্ধ হয়েছে। ভূগোলবিদচালর্স রেডওয়ে ড্রাইয়ার (Charles Redway Dryar, 1916): বিভিন্ন ধরনের পরিবেশ যেভাবে মানুষের জীবিকার্জনকে বিভিন্নভাবে প্রভাবিত করে তার অনুশীলনই হচ্ছে অর্থনৈতিক ভূগোল । অর্থনীতিবিদ ফ্রাঙ্ক মোরে কোলবি (Frank Morre Colby, 1921) : “প্রাকৃতিক পরিবেশ অনুসারে অর্থনৈতিক কর্মকান্ডের অনুশীলনই হচ্ছে অর্থনৈতিক ভূগোল।” ভূগোলবিদ ই. ডব্লিউ মিলার (E. W. Miller, 1962) : 'অর্থনৈতিক ভূগোল মানুষের অর্থনৈতিক কার্যাবলীর বন্টন ও প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে আলোচনা করে। অর্থনৈতিক ভূগোলবিদ জন ডব্লিউ আলেকজান্ডার (John W. Allexander, 1965 ) : অর্থনৈতিক ভূগোল হচ্ছে পৃথিবী পৃষ্ঠে সম্পদের উৎপাদন, বিনিময়, ভোগ বা ব্যবহারের সঙ্গে সম্পর্কিত মানুষের কার্যকলাপের এলাকাগত ভারসাম্যতা বিষয়ে যেখানে আলোচনা করা হয়, তাকে অর্থনৈতিক ভূগোল বলে। ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল (Alfred Marshal, 1890) : মানুষের অর্থনৈতিক কর্মকান্ড…