ভারতের বিভিন্ন ধরণের জলবায়ুভিত্তিক স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ (Classification of natural flora of India based on climate)
ভারতের বিভিন্ন ধরণের জলবায়ুভিত্তিক স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ (Classification of natural flora of India based on climate)
ভারতের বিভিন্ন ধরণের জলবায়ুভিত্তিক স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ (Classification of natural flora of India based on climate) ভারতের বিভিন্ন ধরণের জলবায়ুভিত্তিক স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ নীচে আলোচনা করা হল। (1) চিরহরিৎ বৃক্ষের (বৃষ্টি) অরণ্য : 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যথা হিমালয়ের পূর্বদিকে আর্দ্র নিম্ন তরাই অঞ্চল, উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চলের মিজো, খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়ে, ঊর্ধ্ব ব্রহ্মপুত্র-উপত্যকায়, পশ্চিমঘাট পর্বতের প্রতিবাত ঢালে এবং আন্দামান দ্বীপপুঞ্জে শিশু, আবলুস, গর্জন, চাপলাস, বিশপ-উড, পুন, রোজ-উড প্রভৃতি বৃক্ষের নিবিড় অরণ্য দেখতে পাওয়া যায়। এদের পাতা কখনো একসঙ্গে ঝরে যায় না বলে এদের চিরহরিৎ বৃক্ষের অরণ্য বলে। এদের কাঠ খুবই শক্ত। (2) আর্দ্র পর্ণমোচী বৃক্ষের (মৌসুমি) অরণ্য : 101 থেকে 200 সেমি বৃষ্টিপাতযুক্ত হিমালয়ের পাদদেশে বিশেষত অসম, পশ্চিমবঙ্গ এবং দাক্ষিণাত্যের মালভূমির উত্তর, পূর্ব ও পশ্চিম অংশে এই অরণ্য দেখতে পাওয়া যায়। শাল, সেগুন, বট, অশ্বত্থ, আবলুস, আম, জাম প্রভৃতি এই অরণ্যের কয়েকটি উল্লেখযোগ্য গাছ। শুষ্ক এসব গাছের পাতা ঝরে যায়। এই…