অরণ্য ধ্বংসের কারণ (Cause of forest destruction )

অরণ্য ধ্বংসের কারণ (Cause of forest destruction )
অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণগুলি   : 1. ভূমিধস :  পার্বত্য অঞ্চলে ভূমিধ্বসের ফলে প্রায়ই অরণ্যের বিনাশ ঘটছে। ভূমিধস অঞ্চলের অরণ্য সমূলে উৎপাটিত হয়। 2. দাবানল :  অরণ্যভূমি অঞ্চলের গাছের সঙ্গে গাছের ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয়  তাকে বলে দাবানল। এই দাবানলের আগুনে মাইলের পর মাইল অরণ্য ধ্বংস হয়ে যায়।  3. ঝড়ঝঞ্ঝা প্রবল ঝড়ে অরণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অরণ্যের বিভিন্ন বনানী উৎপাটিত হয়। ভূমিতে ধস নামে। এভাবে ঝড়ের ফলে অরণ্যের ব্যাপক ক্ষতি হয়। 4. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত :  আগ্নেয়গিরি অঞ্চলে অগ্নুৎপাতের ফলে ব্যাপক অঞ্চল জুড়ে অরণ্যের ধ্বংস হয়। 5. রোগপোকার আক্রমণ :  অরণ্যভূমি অঞ্চলে নানা প্রকারের রোগপোকার আক্রমণে বা পঙ্গপালের আক্রমণে অরণ্যের ক্ষতি হয়ে থাকে। অরণ্য ধ্বংসের মানুষ সৃষ্টি কারণগুলি  পাহাড়ি অঞ্চলের ঝুমচাষ :  পাহাড়ি অঞ্চলের মানুষেরা তাদের প্রয়োজনে বনের কিছু অঞ্চল আগুনে পুড়িয়ে পরিষ্কার করে কয়েক বছর যাবৎ চাষ-আবাদ করে। জমির উর্বরতা কমে গেলে সেই  জমি পতিত রেখে আবার নতুন জমির সৃষ্টি করে। এভাবে ঝুমচাষের ফলে যে বনভূমি ধ্বংস করা হয়, সেখানে নতুন করে বনভূমি প্রায়ই গড়ে ওঠে না। এরূপে বি…

একটি মন্তব্য পোস্ট করুন