অরণ্যের উপকারিতা (Benefits of forests)

অরণ্যের উপকারিতা (Benefits of forests)
অরণ্যের উপকারিতা (Benefits of forests) : কবিগুরুর উপদেশ স্মরণ করে আমাদের নিশ্চয় জানতে ইচ্ছে করে অরণ্য আমাদের কী কী উপকার সাধন করে? অরণ্যের অবদানকে দুভাগে ভাগ করা চলে : প্রত্যক্ষ উপকার ও পরোক্ষ উপকার। প্রথমটিতে রয়েছে অরণ্য থেকে পাওয়া আমাদের দৈনন্দিন জীবনের প্রাপ্ত কিছু প্রয়োজনীয় দ্রব্য, যেমন— কাঠ, মূল, ফুল, নির্যাস প্রভৃতি। • বনভূমির প্রত্যক্ষ অবদান :  অরণ্যের প্রত্যক্ষ অবদান হল কাঠ, যাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এখনও পাহাড়ি এলাকায় গ্রামের গরিব মানুষেরা কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন। গৃহস্থালির জ্বালানি ছাড়াও কলকারখানায় কাঠ ব্যবহার করা হয়। উল্লেখ করা যেতে পারে যে, আমাদের দেশের প্রথম লোহা ও ইস্পাত কারখানাটিতে শক্তি হিসেবে কাঠ ব্যবহার করা হত। যেসব দেশে খনিজ তেল বা কয়লার অভাব রয়েছে, সেইসব দেশে কাঠ পুড়িয়ে কাঠকয়লা (Charcol) তৈরি করা হয়। ওই কাঠকয়লার সাহায্যে ধাতব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয়।  (ক) শিল্পদ্রব্য :  আসবাবপত্র, কাঠের বাড়িঘর, নৌকা, পাতলা তক্তা, প্লাইউড, ফাইবার বোর্ড তৈরির প্রধান কাঁচামাল হল কাঠ। বনভূমির প্রত্যক্ষ অবদানগুলি হল : কাগজ শিল্পের কাঁচাম…

একটি মন্তব্য পোস্ট করুন