সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য (Mangrove forests of Sundarbans)
সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ঘন বনভূমিতে আবৃত। ইহার এক বৃহৎ অংশ সংরক্ষিত অরণ্য। ম্যানগ্রোভ অর্থাৎ লবণাক্ত জলাভূমির অরণ্যের জন্য ..
সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য (Mangrove forests of Sundarbans)
সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য (Mangrove forests of Sundarbans) সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ঘন বনভূমিতে আবৃত। ইহার এক বৃহৎ অংশ সংরক্ষিত অরণ্য। ম্যানগ্রোভ অর্থাৎ লবণাক্ত জলাভূমির অরণ্যের জন্য সুন্দরবন অঞ্চল বিখ্যাত। সুন্দরী গাছ থেকে এই বনের নামকরণ মনে করা হলেও সুন্দরী বৃক্ষ কাঠের জন্য কেটে ফেলায় এখন প্রায় নিশ্চিহ্ন। সুন্দরবন নাম কেন ? একটি মত ‘সুন্দর বন' অর্থাৎ বনভূমির সৌন্দর্যের জন্য সুন্দরবন। অপেক্ষাকৃত প্রচলিত মতটি হল সুন্দরী বৃক্ষ থাকায় এই বনের নাম সুন্দরবন হয়েছে জরায়ুজ অঙ্কুরোদগম কী ? সুন্দরবনের কতগুলো উদ্ভিদ যেমন, গরান, গর্জন প্রভৃতির বীজ-এর অঙ্কুরোদগম হয় ফলের মধ্যেই। ফল ফেটে জলসিক্ত মাটিতে ছড়িয়ে পড়ে। এইজন্য একে জরায়ুজ অঙ্কুরোদগম বলে। ফলে এই উদ্ভিদগুলো মাটিতে তাড়াতাড়ি নিজেদের প্রতিষ্ঠিত করে এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। বীজ জলে ডুবে নষ্ট হওয়া বা ভেসে যাওয়া আটকাতে বৃক্ষের এরূপ অভিযোজন ঘটে। • ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য : (i) শ্বাসমূল : অনেক উদ্ভিদ যেগুলি কর্দমাক্ত এবং জলমগ্ন জমিতে বেড়ে ওঠে, যেমন, কেওড়া, বাইন প্রভৃতি বৃক্ষের শ্বাসমূল থাকে। একে নিউম্…