হাটন-কৃত ভারতের জাতিগোষ্ঠী শ্রেণীবিভাগ (Hutton's Classification of Indian Races)
ভারতের জনগণনা সমীক্ষা করে হাটন ভারতের জনগোষ্ঠীর একটি শ্রেণীবিভাগ করেছেন এবং ভারতে বসতি স্থাপনের ক্রম অনুসারে তার শ্রেণীবিভাগ সাতটি জনগোষ্ঠীতে বিভক্ত
হাটন-কৃত ভারতের জাতিগোষ্ঠী শ্রেণীবিভাগ (Hutton's Classification of Indian Races)
হাটন-কৃত ভারতের জাতিগোষ্ঠী শ্রেণীবিভাগ (Hutton's Classification of Indian Races) ভারতের জনগণনা সমীক্ষা করে হাটন ভারতের জনগোষ্ঠীর একটি শ্রেণীবিভাগ করেছেন এবং ভারতে বসতি স্থাপনের ক্রম অনুসারে তার শ্রেণীবিভাগ সাতটি জনগোষ্ঠীতে বিভক্ত । ১. নেগ্রিটো জনগোষ্ঠী ঃ নেগ্রিটোগণ ভারতের প্রাচীনতম অধিবাসী বলে হাটন মনে করেছেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং নাগাল্যান্ডে কিছু নেগ্রিটো জনগোষ্ঠী দেখা যায়। ২. প্রোটো অস্ট্রেলয়েড ঃ এরা দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করেন। ভারতের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রোটো অস্ট্রেলয়েড দেখা যায় । ৩. পূর্ববর্তী মেডিটারেনিয়ান : পূর্ববর্তী সময় যে ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠী ভারতে এসেছিলেন, তারা দক্ষিণ ভারতে বসবাস করেন। কর্ণাটক ও তামিলনাড়ুতে তাদের দেখা যায়। গুজরাট এবং পশ্চিমবঙ্গের আদিবাসী এলাকাতেও তাদের দেখা যায়। মাঝারি দেহগড়ন, বাদামী থেকে কালো গায়ের রং, মোটামুটি সুগঠিত এদের দেহগঠন। ৪. পরবর্তী মেডিটারেনিয়ান : পরবর্তীকালে যে ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠী ভারতে আসেন তারা ভারতের প্রথম দিককার দ্রাবিড় জনগোষ্ঠী, যারা সিন্ধু সভ্যতাকালেও ছিলেন। তারা আর্যদের আগমনের পূর্বে এখানে ছিলেন এ…