ভারতের আঞ্চলিক বৈষম্যের প্রকাশ (Disclosure of regional disparities)
ভারতের বিভিন্ন গ্রামাঞ্চলকে উন্নয়ন পরিকল্পনায় শহরাঞ্চলগুলির তুলনায় সব সময়ই পিছিয়ে থাকতে দেখা যায়। এর ফলে, দেশের অধিকাংশ গ্রাম এখনো উন্নয়নের ...
ভারতের আঞ্চলিক বৈষম্যের প্রকাশ (Disclosure of regional disparities)
ভারতের আঞ্চলিক বৈষম্যের প্রকাশ (Disclosure of regional disparities) ভারতের আঞ্চলিক বৈষম্যের বহিঃপ্রকাশ প্রসঙ্গে বেশ কয়েকটি বিষয় খুব সহজাতভাবেই উঠে আসে, যেমন- 1. প্রাকৃতিক সম্পদ বণ্টনের দিক থেকে ভারতের সমস্ত অঞ্চলগুলি সমানভাবে সমৃদ্ধ নয়। ফলে, সম্পদ বণ্টন ও তার ব্যবহারের নিরিখে এদেশের অগ্রসর এবং অনগ্রসর অঞ্চলগুলির মধ্যে অর্থনৈতিক ব্যবধান অত্যন্ত সুস্পষ্ট। যেমন- খনিজ সম্পদে সমৃদ্ধ ছোটোনাগপুর মালভূমির আশেপাশের অঞ্চলগুলি (লৌহইস্পাত শিল্পের নিরিখে) ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় যথেষ্ট এগিয়ে। 2. ভারতের বিভিন্ন গ্রামাঞ্চলকে উন্নয়ন পরিকল্পনায় শহরাঞ্চলগুলির তুলনায় সব সময়ই পিছিয়ে থাকতে দেখা যায়। এর ফলে, দেশের অধিকাংশ গ্রাম এখনো উন্নয়নের উচ্চ স্তরে পৌঁছতে সক্ষম হয়নি, যেটি দেশের আঞ্চলিক বৈষম্যেরই অন্যতম বহিঃপ্রকাশ। 3 এদেশের মানুষের প্রচলিত জীবনযাত্রা ও আর্থিক মাপকাঠির নিরিখে জনগোষ্ঠীর দুটি পৃথক রূপ পরিলক্ষিত হয়, যার মধ্যে একটি হল দরিদ্র গোষ্ঠী এবং অপরটি হল সমৃদ্ধ বিত্তবান গোষ্ঠী। বাস্তবে দেখা যায়, এখানকার দরিদ্র জনগোষ্ঠীই দেশের সংখ্যাগরিষ্ঠ অংশ, যাদের সাথে বিত্তবান জনগোষ্ঠীর আর্থসামাজি…