বি. এস. গুহ কৃত ভারতের জাতিগত শ্রেণীবিভাগ (Classification of Indian Races after B. S. Guha )
ড. বি. এস. গুহ ছিলেন ভারতের নৃতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগের অধিকর্তা। তিনি ১৯৩১ সালে সেন্সাস অপারেশন-এর উপর নির্ভর করে ভারতের জাতিগত শ্রেণীবিভাগ করেন।
বি. এস. গুহ কৃত ভারতের জাতিগত শ্রেণীবিভাগ (Classification of Indian Races after B. S. Guha )
বি. এস. গুহ কৃত ভারতের জাতিগত শ্রেণীবিভাগ (Classification of Indian Races after B. S. Guha ) ড. বি. এস. গুহ ছিলেন ভারতের নৃতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগের অধিকর্তা। তিনি ১৯৩১ সালে সেন্সাস অপারেশন-এর উপর নির্ভর করে ভারতের জাতিগত শ্রেণীবিভাগ করেন। এটি একটি নির্ভরযোগ্য শ্রেণীবিভাগ হিসেবে গন্য হয়েছে। তিনি ভারতবর্ষের ৬টি জাতিগত শ্রেনীবিভাগ করেন। ১. নেগ্রিটো (Negritoes) : সম্ভবত ভারতবর্ষের প্রাচীনতম অভিবাসী নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী হলেন নেগ্রিটোগণ। ক্ষুদ্রাকৃতি গড়ন, কোঁকড়ানো চুল, কৃষ্ণ গাত্রবর্ণ, উঁচু চোয়াল নেগ্রিটোদের দেহসৌষ্ঠবের বৈশিষ্ট। ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া, ওঙ্গে, সেন্টিনেলিস প্রভৃতি জনজাতি, দাক্ষিণাত্যের কাদার, কানিক্কার, পানিয়ান, পুলিয়ান প্রভৃতি উপজাতি গোষ্ঠী এই শ্রেণীভুক্ত। এদের দেহসৌষ্ঠবের সঙ্গে মালয়েশিয়ার সেমাং ও সাকাইদের সঙ্গে মিল থাকায় মনে করা হয় মালয় উপদ্বীপ থেকে অতীতে এদের আগমন ঘটেছে। ২. প্রোটো-অষ্ট্ৰেলয়েড (Proto-Australoid) : নেগ্রিটোদের পরে ভারতবর্ষে সম্ভবত অষ্টেলিয়া থেকে এরা এসে এখানে বসতি স্থাপন করেন। মধ্য ভারতের উচ্চভূমি ও ছোটোনাগপুর মালভূমির বিভি…