পৌরবসতি (Urban Settlement)

সমাজবিজ্ঞানী লুই ওয়ার্থ (Louis Wirth) নগরীর একটি সংজ্ঞা দিয়েছেন এইভাবে," A relatively large, dense and permanent settlement of socially heterogeneou
পৌরবসতি (Urban Settlement)
পৌরবসতি বলতে কি বোঝায় (What   is meant by Urban Settlement)  অপেক্ষাকৃত জনবহুল, উন্নত রাস্তাঘাট, পরিবহন ও যোগাযোগের সুবিধাযুক্ত, উন্নততর বাসস্থান সমন্বিত, জলসরবরাহ ও পয়ঃপ্রণালীর আধুনিক ব্যবস্থাযুক্ত অঞ্চলকে পৌরবসতি বলে।  পৌরবসতি বিভিন্ন আয়তনের শহর ও নগর নিয়ে গড়ে ওঠে। পূর্বে বিভিন্ন ধরনের পৌরবসতি সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে।  এখন নগরীর ভৌত ও বাস্তুতান্ত্রিক সংজ্ঞা, পৌরবসতির কর্মভিত্তিক গঠন, শহরের কার্যাবলীভিত্তিক শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হল। নগরীর ভৌত ও বাস্তুতান্ত্রিক সংজ্ঞা (The Physical and Ecological Definition of a City)  নগরীর সংজ্ঞ নির্ধারণ পদ্ধতি (Methods of Defining a City) পৌর ভূগোলে নগরের সংজ্ঞা নির্ধারণে দুটি পদ্ধতি অনুসৃত হয়। একটি পদ্ধতি হল ভৌত সংজ্ঞা (Physical definition)। নগরীর অবস্থান, নগরীর জন্ম ও বৃদ্ধি এবং একের সঙ্গে অপরের সম্পর্ক ও পারম্পরিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক এই সংজ্ঞার অন্তর্গত। এছাড়া নগরীগুলির আন্তঃবিন্যাস, এদের ভূমির ব্যবহার, কর্মাঞ্চল এবং সমাজ ও সংস্কৃতির ধরণ—এসবও আলোচ্য সংজ্ঞার অর্ন্তভুক্ত। অপর পদ্ধতিটি হল বাস্তুতান্ত্রিক সংজ্ঞা (Ecologic…

একটি মন্তব্য পোস্ট করুন