জারোয়া উপজাতী (Jarawas tribes )

ভারতের বঙ্গোপসাগরের অন্তর্গত আন্দামান দ্বীপপুঞ্জের একটি বিচ্ছিন্ন উপজাতি হল জারোয়া। আন্দামানি ভাষায় "জারোয়া' অর্থে 'আগন্তুক' (Stranger) বোঝানো হয়,
জারোয়া উপজাতী (Jarawas tribes )
ভূমিকা (introduction) ভারতের বঙ্গোপসাগরের অন্তর্গত আন্দামান দ্বীপপুঞ্জের একটি বিচ্ছিন্ন উপজাতি হল জারোয়া। আন্দামানি ভাষায় "জারোয়া' অর্থে 'আগন্তুক' (Stranger) বোঝানো হয়, একই সঙ্গে জারোয়া'-র নিজেদের 'আ' (Ang) রূপে পরিচয় দিয়ে থাকে। প্রায় অষ্টাদশ শতাব্দীর পূর্বভাগ পর্যন্ত জারোয়াদের জীবন-ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের কাছে প্রায় অজানাই ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা তৎকালীন ভারতবর্ষে এসে জারোয়া গোষ্ঠী সম্পর্কে গবেষণামূলক তথ্য আহরণ শুরু করলে জারোয়া গোষ্ঠী একটি স্বকীয় জনজাতি রূপে আমাদের কাছে পরিচিতি পায়। পরিচয় (Identity) :  ঐতিহ্যগত দিক থেকে জারোয়াদের আদি বাসভূমি সম্পর্কে যথেষ্ট মতানৈক্য থাকলেও কোনো কোনো বিশিষ্ট নৃতত্ত্ববিদ মনে করেন, জারোয়াদের আদি বাসস্থান ছিল আফ্রিকা। 'জাঙ্গিল' উপজাতির বংশধর এই জারোয়া গোষ্ঠী আজ থেকে প্রায় 55000 বছর আগে সুদূর সমুদ্রপথ পাড়ি দিয়ে আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসের জন্য চলে আসে এবং অভিযোজনের মধ্যে দিয়ে আজও এখানে নিজেদের বিশুদ্ধ জাতি সত্তাকে টিকিয়ে রেখেছে। জারোয়াদের সামগ্রিক পরিচিতি (General introduction to Jarawas) বাসস…

একটি মন্তব্য পোস্ট করুন