এশিয়া মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির সারণি ( 1950 2020)[Table of population growth of Asian continent (1950 2020)]

এশিয়া (Asia) পৃথিবীতে যাবতীয় মহাদেশগুলির মধ্যে এশিয়া হল সর্বাধিক জনবহুল মহাদেশ। 1650 খ্রিস্টাব্দে এশিয়ার মোট জনসংখ্যা ছিল 32.7 কোটি। পরবর্তী 300 ব
এশিয়া (Asia) পৃথিবীতে যাবতীয় মহাদেশগুলির মধ্যে এশিয়া হল সর্বাধিক জনবহুল মহাদেশ। 1650 খ্রিস্টাব্দে এশিয়ার মোট জনসংখ্যা ছিল 32.7 কোটি। পরবর্তী 300 বছরে সেই জনসংখ্যা প্রায় 4 গুণ বেড়ে 1950 খ্রিস্টাব্দে দাঁড়ায় 137.7 কোটি। চিকিৎসা ব্যবস্থার উন্নতি, কৃষিকাজ ও শিল্পের প্রসার, স্বল্প শিক্ষার হার, অন্ধ কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, পরিবার পরিকল্পনায় উদাসীনতা পরবর্তী 60 বছরে বিশ্ব জনসংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি ঘটে, 2011 সালে প্রায় 421.6 কোটিতে পৌঁছে যায়। তা ছাড়া, 2019 সালের জনমিতি অনুযায়ী এশিয়া মহাদেশ বিশ্বের মোট স্থলভূখণ্ডের প্রায় 30% দখল করে রয়েছে, যেখানে সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় 460.7 কোটিতে উপনীত হয়েছে। এ প্রসঙ্গে আরও উল্লেখ করা যায়, এশিয়ার চিন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যে, এই সমস্ত দেশ জনবিস্ফোরণের পর্যায়ে অবস্থান করছে। বিশেষ করে জাহার ও মৃত্যুহারের ব্যাপক ফারাক, এই সমস্ত দেশে জনবিস্ফোরণের সহায়ক হয়েছে।  এশিয়া মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির                     সারণি ( 1950 2020) Table of population growth of Asian continent    …

একটি মন্তব্য পোস্ট করুন