পৃথিবীতে 9000-10,000 বছর আগে নিওলিথিক পর্বে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষির গোড়াপত্তন ঘটে। কোনও কোনও গবেষক মনে করেন, আদিম
জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষিকাজ (Subsistence farming)
জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষিকাজ (Subsistence farming) কৃষিভিত্তিক সমাজের আদিম অর্থনৈতিক পরিসরে, জীবিকাসত্ত্বাভিত্তিক (Subsistence) কৃষিকাজই ছিল মানুষের প্রথম এবং প্রধান উৎপাদনশীল কর্মধারা (Productive activities)। শ্রমপ্রগাঢ় যে কৃষিব্যবস্থায় উৎপাদিত ফসলের ওপর নির্ভর করে শুধুমাত্র মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়, তাকেই জীবিকাসত্ত্বাভিত্তিক (Subsistence) বা স্বয়ংসম্পূর্ণ কৃষিব্যবস্থা বলে। 2000 সালে প্রকাশিত " The Dictionary of Human Geography " গ্রন্থে অধ্যাপক Johnston বলেছেন—“ Subsistence Agriculture without market involvement of any sort is referred to as a tribal or 'Primitive' economy " পৃথিবীর প্রথম জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষিকাজ উদ্ভব (Origin) : পৃথিবীতে 9000-10,000 বছর আগে নিওলিথিক পর্বে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষির গোড়াপত্তন ঘটে। কোনও কোনও গবেষক মনে করেন, আদিম মেক্সিকোতে ভুট্টা ও আলু চাষের মধ্য দিয়ে প্রাচীন জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষির সূচনা হয়। বৈশিষ্ট্য (Characteristics) : জীবিকাসাভিত্তিক কৃষির বৈশিষ্ট্যগুলি হল— (i) জীবিকাসত্ত্বাভিত্…