মাওরি জনজাতি (Maori Tribe)

আগমনের ইতিহাস – মাওরি ভাষায় মাওরি কথার অর্থ 'সাধারণ' অর্থাৎ তারা নিজেদের প্রকৃতির ‘সাধারণ সন্তান' বলেই নিজেদের মনে করেন। বর্তমানে অধিক সংখ্যায় নিউ
মাওরি জনজাতি (Maori Tribe)
মাওরি জনজাতি(Maori  Tribe) পরিচিতিঃ আগমনের ইতিহাস – মাওরি ভাষায় মাওরি কথার অর্থ 'সাধারণ' অর্থাৎ তারা নিজেদের প্রকৃতির ‘সাধারণ সন্তান' বলেই নিজেদের মনে করেন।  বর্তমানে অধিক সংখ্যায় নিউজীল্যান্ডে এবং অল্পসংখ্যায় অস্ট্রেলিয়ায় মাওরিগণ বসবাস করেন। মনে করা হয় মাওরিগণ পলিনেশিয়ার দ্বীপবাসী যারা ‘কায়াক' (Kayak) বা ছিপ নৌকোয় সমুদ্র পাড়ি দিতেন, এই অঞ্চলে ১২৫০-১৩০০ খ্রীষ্টাব্দের মধ্যে আগমণ করেন ও নির্জন দ্বীপে নিজেদের বসতি গড়ে তোলেন। তারা যে যে 'কায়াক’-এ চড়ে এসেছিলেন সেই কায়াক-এর মানুষজনেরই ১০-১৫ পরবর্তী প্রজন্মের বর্তমান মানুষ বলে বিশ্বাস করেন। শ্বেতাঙ্গদের আগমণ ঘটে মাওরিদের আগমনের অনেক পরে।  ২০১৭ খ্রীষ্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী মাওরি জনসংখ্যা নিউজীল্যান্ডে ৭ লক্ষ ৩৪ হাজার ২০০, যা দেশের জনসংখ্যার প্রায় ১৫.৪ শতাংশ। যার মধ্যে পুরুষের সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৪০০ এবং মহিলা ৩ লক্ষ ৭৫ হাজার ৮০০। অষ্ট্ৰেলিয়ায় মাওরি জনসংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ১০৭ জন (২০১৬)। ইউরোপীয় উপনিবেশ বিস্তার :  সপ্তদশ শতাব্দীতে ইউরোপীয়দের আগমন ঘটে এই অঞ্চলে। তবে প্রথম দিকে তেমন কোনো দ্বন্দ তৈরী হয়ন…

একটি মন্তব্য পোস্ট করুন