মধ্য এশিয়ায় মহাদেশীয় অবস্থানে (Continental Location) তিয়েনসান পর্বতের উত্তরে স্তেপ তৃণাঞ্চলের পশ্চিম অংশে কিরঘিজদের বাস। মূল সভ্যতা থেকে এই অঞ্চলট
কিরঘিজ (Kirghizn)
কিরঘিজ (Kirghiz) • অবস্থান ( Location) : মধ্য এশিয়ায় মহাদেশীয় অবস্থানে (Continental Location) তিয়েনসান পর্বতের উত্তরে স্তেপ তৃণাঞ্চলের পশ্চিম অংশে কিরঘিজদের বাস। মূল সভ্যতা থেকে এই অঞ্চলটি একটি বিচ্ছিন্ন অবস্থানে থাকায় দেশের অগ্রসর অঞ্চলের সঙ্গে এর যোগাযোগ খুবই ক্ষীণ। উত্তরদিকে রাশিয়ার অগ্রসর অঞ্চলের সঙ্গে সামান্য যোগাযোগ গড়ে উঠলেও দক্ষিণে সিকিয়াং মরুভূমি ও তিব্বতের মালভূমি এদের চিন ও ভারত থেকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব ও পশ্চিমে শুষ্ক মরু অঞ্চল দ্বারা এরা বিচ্ছিন্ন হয়েছে। তবে অপর যাযাবর গোষ্ঠী মোঙ্গল ও তুর্কম্যানদের সাথে তাদের মাঝে মাঝে যোগাযোগ ঘটে। পরিবেশ (Environment): ভূ-প্রকৃতি বৈচিত্রপূর্ণ। দক্ষিণের মালভূমিময় ভূমি নিম্ন হয়ে ক্রমে উত্তরের সুবিস্তীর্ণ সমভূমিতে গিয়ে মিশেছে। মালভূমির উচ্চতা স্থান বিশেষ ৩০০০ থেকে ৪০০০ মিটার পর্যন্ত সর্ব দক্ষিণে রয়েছে সুউচ্চ তিয়েনসান পর্বত। জলবায়ু (Climate): মহাদেশীয় অবস্থানের জন্য অর্থাৎ সমুদ্র থেকে বহুদূরে অবস্থানের জন্য জলবায়ু চরমভাবাপন্ন। উষ্ণতা মেরু সীমান্তে গ্রীষ্মে সর্বাধিক ১৫.৫° সে. (জুলাই) এবং উপক্রান্তীয় সীমান্ত ২৬°সে. পর্যন্ত …