স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত Interruption of Cycle of Erosion

কোনো একটি ক্ষয়চক্রের যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থা সম্পূর্ণ হওয়ার আগেই ভূ-আন্দোলনের ফলে এই ক্ষয়চক্রের ব্যাঘাত ঘটতে পারে। আবার ওইখানে পুনরায় ভূমিভা
স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত Interruption of Cycle of Erosion
★স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত Interruption of Cycle of Erosion  কোনো একটি ক্ষয়চক্রের যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থা সম্পূর্ণ হওয়ার আগেই ভূ-আন্দোলনের ফলে এই ক্ষয়চক্রের ব্যাঘাত ঘটতে পারে। আবার ওইখানে পুনরায় ভূমিভাগ উত্থনের শেষে নতুন আরেকটি ক্ষয়চক্র শুরু হতে পারে। ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সমপ্রায়ভূমির সৃষ্টির মাধ্যমে অনেক সময় স্বাভাবিক ক্ষয়চক্রের যেকোনো অবস্থায় বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। এই বাঁধাগুলিকে ডেডিস তাঁর বিখ্যাত গ্রন্থ ‘Geographicl Essays'-তে দুটি প্রকার দেখিয়েছেন, যথা-(i) ক্ষয়কার্যের শেষে উচ্চতর পরিবর্তন; (ii) জলবায়ুর পরিবর্তন, এছাড়াও অনেকে আগ্নেয় লাভার উদ্‌গিরণকে কিংবা ক্ষয়ের শেষসীমার পরিবর্তনকেও বাধা হিসাবে দেখিয়েছেন। নিম্নে এগুলি সম্বন্ধে আলোচনা করা হল  1.) ক্ষয়ের শেষসীমার পরিবর্তনগত বাধা (Eustatic Change of Sea level Interruption): ক্ষয়ের শেষসীমার পরিবর্তন দুই প্রকার যথা ঋণাত্মক পরিবর্তন (Negative Change of Sea level) ও ধনাত্মক পরিবর্তন (Positive Change of Sea level) জলবায়ু পরিবর্তনের কারণে কিংবা ভূমিরূপের উত্থান বা অবনমনের জন…

একটি মন্তব্য পোস্ট করুন