জিয়ড (geoid)
জিয়ড (geoid) জিয়ড-এর ধারণা (concept of geoid) কৃত্রিম উপগ্রহ প্রেরিত দূরসংবেদন চিত্র (remote sensing image) ভালোভাবে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখেছেন— 1 পৃথিবীর শুধুমাত্র দক্ষিণ মেরু সামান্য চাপা। 2 দক্ষিণ মেরু 20 মিটার অতি নীচু এবং উত্তর মেরু 20 মিটার অতি উঁচু। 3 দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশ ৪ মিটার ফুলে উঠেছে ; আর উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশ ৪ মিটার বসে গিয়েছে। 4 পৃথিবীপৃষ্ঠের রূপ ও পদার্থের ঘনত্ব সর্বত্র সমান না হওয়ায় অভিকর্ষজ বলের পার্থক্য হয়। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি ও দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি। অর্থাৎ উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের তুলনায় পদার্থের পরিমাণ বেশি। অন্যদিকে পদার্থের ঘনত্বের তারতম্যে অভিকর্ষজ বলের তারতম্য ঘটে। এজন্য সব জায়গায় সমান অভিকর্ষজ বল অনুযায়ী যদি একটি রেখা কল্পনা করা যায় তখন জিয়ড পৃষ্ঠ দেখতে অনিয়মিত হয়। 5 পৃথিবীর আকৃতি অনেকটা কমলালেবু বা ন্যাস্পাতির মতো। পৃথিবীর এই বিশিষ্ট আকৃতিটি আমাদের পরিচিত কোনো বস্তুর সঙ্গে সঠিকভাবে তুলনীয় নয়, তাই বলা যায় যে, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো ( the earth is earth shaped ) যাকে ইংরেজিতে বলা হয় 'জিয়ড…