স্বাভাবিক ক্ষয়চক্রের মূল্যায়ন Evaluation of the Normal Cycle of Erosion

1899 সালে প্রবর্তিত ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র' মতবাদটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন ভূ-বিজ্ঞানী দ্বারা সমালোচিত হলেও ভূমিরূপ বিবর্তনে এর গুরুত্ব অনস্ব
★স্বাভাবিক ক্ষয়চক্রের মূল্যায়ন Evaluation of the Normal Cycle of Erosion  1899 সালে প্রবর্তিত ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র' মতবাদটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন ভূ-বিজ্ঞানী দ্বারা সমালোচিত হলেও ভূমিরূপ বিবর্তনে এর গুরুত্ব অনস্বীকার্য। নিম্নে এই তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন বিজ্ঞানী দ্বারা আলোচিত হয়েছে, তা আলোচনা করা হল  (i) ডেডিস প্রবর্তিত ক্ষয়চক্রের মডেলটি সরল এবং সহজেই যেকোনো অঞ্চলে প্রয়োগ করা যায়। অর্থাৎ, এই সারল্য ডেভিসের মডেলের একমাত্র উল্লেখযোগ্য গুণ।  (II) ডেভিস তাঁর স্বাভাবিক চক্রের মডেলটি পুঙ্খানুপুঙ্খ ভাবে ক্ষেত্র পর্যবেক্ষণের (field observation) দ্বারা গড়ে তুলেছেন।  (ill) এই মডেলটিকে নদীবিন্যাস যুক্ত অঞ্চল, হিমবাহ অধ্যুষিত অঞ্চল, চুনাপাথর গঠিত অঞ্চল, উপকূল অঞ্চল, কিংবা মরু অঞ্চলের ভূমিরূপের গঠন, বিবর্তন ও বিকাশ অনুসন্ধানে প্রয়োগ করা যায়।।  (iv) ডেভিসের উপস্থাপন খুব সাবলীল, গ্রহণীয় এবং আকর্ষণীয়। তাই ভূ-বিজ্ঞানী ব্রায়ান-এর মতে, ডেভিসের সরল ও কার্যকরী মডেলটির উপস্থাপনাই মডেলটিকে সর্বস্তরে গ্রহণীয় করে তুলেছিল।  (v) মডেলটিতে প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায…

একটি মন্তব্য পোস্ট করুন