এস্কিমোগণ উত্তর গোলার্ধের উত্তরাংশে এক বিস্তৃত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন। উত্তর আমেরিকার উত্তরাংশ (আলাস্কা), গ্রীনল্যান্ড এবং পূর্ব সাইবেরিয়
এস্কিমো Eskimo)
এস্কিমো (Eskimo) পরিচিতি ঃ এস্কিমোগণ উত্তর গোলার্ধের উত্তরাংশে এক বিস্তৃত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন। উত্তর আমেরিকার উত্তরাংশ (আলাস্কা), গ্রীনল্যান্ড এবং পূর্ব সাইবেরিয়ার বেরিং উপকূল বরাবর প্রায় 8,000 কিলোমিটারের অধিক বিস্তৃত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এঁরা উত্তর আমেরিকা ও গ্রীনল্যান্ডে ইনুয়িট (Inuit) ও ইউপিক (Eupic), রাশিয়ায় এস্কিমো ইত্যাদি নামে পরিচিত। আটলান্টিক উপকূলে প্রচলিত একটি স্থানীয় ভাষায় ‘এস্কিমো' কথাটির অর্থ ‘যারা কাঁচা মাংস খান'। আবার অপর একটি স্থানীয় ভাষায় ‘Ayskimew' শব্দটির অর্থ ‘বরফের জুতো পায়ে পড়েন যে ব্যাক্তি'। বরফাবৃত অঞ্চলে বসবাস ও জীবিকা নির্বাহ করার জন্যই সম্ভবতঃ এরূপ নাম। অন্ততঃ ৫ হাজার বছর পূর্বের এস্কিমো সংস্কৃতির প্রমান পাওয়া গেছে। এদের ব্যবহৃত প্রাচীন হাতে তৈরি দ্রব্যাদির আবিস্কার এই বয়স নির্ধারনে সাহায্য করেছে। প্রব্রজন (Migration) ঃ গবেষনায় দেখা গেছে এস্কিমোগণ মঙ্গোলীয় বংশোদ্ভূত এবং পূর্ব এশিয়া থেকে একসময় এতদ্ অঞ্চলে পরিভ্রমণ করতে করতে চলে এসেছিলেন। কিছুকাল পূর্বেও এরা একস্থান থেকে অপর স্থানে অস্থায়ীভাবে স্বল…