ভারতে মৌসুমি বায়ুর ওপর ENSO-এর প্রভাব (Effects of ENSO phenomena on Monsoon in India)

এল নিনো ও দক্ষিণী-দোলনের প্রভাবে সমগ্র পৃথিবীজুড়ে বায়ু সংবহন তন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতে মৌসুমি বায়ুপ্রবাহে এক বিরাট ছন্দপতন ঘটে। যদিও ENSO-এর
ভারতে মৌসুমি বায়ুর ওপর ENSO-এর প্রভাব (Effects of ENSO phenomena on Monsoon in India) : এল নিনো ও দক্ষিণী-দোলনের প্রভাবে সমগ্র পৃথিবীজুড়ে বায়ু সংবহন তন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতে মৌসুমি বায়ুপ্রবাহে এক বিরাট ছন্দপতন ঘটে। যদিও ENSO -এর সঙ্গে। মৌসুমি বায়ুর প্রত্যক্ষ যোগাযোগ নিয়ে আবহবিদ হলে এখনো যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তা সত্ত্বেও পর্যবেক্ষণ করে দেখা গেছে, এল নিনো বছরগুলিতেই | দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টিপাত ঘটায় এবং নৌসুমি ট্রাফও অন্যান্য বছরের তুলনায় দুর্বল থাকে।  এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আবহবিদগণ লক্ষ করেন যে, ওয়াকার চক্রের স্বাভাবিক অবস্থায় যখন পূর্ব প্রশান্ত মহাসাগর অর্থাৎ দক্ষিণ আমেরিকা উপকূল সংলগ্ন অঞ্চলে উচ্চচাপ ও পশ্চিম প্রশান্ত মহাসাগর অর্থাৎ পূর্ব অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ অবস্থান করায় মাসকারেনাস উচ্চচাপ বক্ষ ও সোমালিয়াতে অবস্থিত নিম্নচাপ কক্ষ দুটি সক্রিয় থাকে। ফলে মাসকারেনাস থেকে পূর্ব আফ্রিকার সোমালিয়ার সিকে বায়ুপ্রবাহ সক্রিয় হয় এবং পূর্ব আফ্রিকায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই ট্রাফটি সক্রিয…

একটি মন্তব্য পোস্ট করুন