মৌসুমি বায়ুপ্রবাহ কী (definition of Monsoon)

আরবি শব্দ 'mausim' অথবা মালয়ালম শব্দ ‘monsin´ থেকে বাংলায় 'মৌসুমি' এবং ইংরেজিতে 'Monsoon' শব্দটি এসেছে। এর অর্থ ঋতু। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে বায়ু
মৌসুমি বায়ুপ্রবাহ কী(definition of Monsoon) ভূমিকা (Introduction) : আরবি শব্দ 'mausim' অথবা মালয়ালম শব্দ ‘monsin´ থেকে বাংলায় 'মৌসুমি' এবং ইংরেজিতে 'Monsoon' শব্দটি এসেছে। এর অর্থ ঋতু। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে বায়ু 6 মাস দক্ষিণ-পশ্চিম দিক এবং 6 মাস উত্তর পূর্বদিক থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। অর্থাৎ‍, দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর শীত ও গ্রীষ্মে ঋতুভেদে বিপরীত দিকে পরিবর্তনকারী বায়ুপ্রবাহকে মৌসুমি বায়ু বলে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে জনৈক মিশরীয় নাবিক হিপলাস (Hiplas) সর্বপ্রথম মৌসুমি বায়ুর অস্তিত্ব পর্যবেক্ষণ ও আবিষ্কার করেন। নবম শতাব্দীর শেষের দিকে আরবীয় পর্যটক আল মাসুদি ( AL Masudi)-এর লেখনি থেকে মৌসুমি বায়ু সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়। এ ছাড়া মধ্যযুগের অনেক ভূ-পর্যটকের বিবরণীতে মৌসুমি বায়ুর উল্লেখ মেলে। অনেকে মনে করেন 'মৌসুমি বায়ু' নামকরণটি আরবীয় বণিকদের দেওয়া। তবে বেশির ভাগ ভৌগোলিকই বিশ্বাস করেন যে, 1686 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের জলবায়ু বিজ্ঞানী এডমন্ড হ্যালি (Edmond Halley) মৌসুমি' শব্দটি প্রথম ব্যব…

একটি মন্তব্য পোস্ট করুন