ডেটাম (datum)

পৃথিবীপৃষ্ঠের উপরিভাগ সমতল নয় বলে ডেটাম ধারণাটি এসেছে। তাই পৃথিবীপৃষ্ঠের উপরিভাগকে সমতল ধরে নিয়ে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান (অক্ষাংশ ও দ
ডেটাম (datum)
ডেটাম এর ধারণা (concept of datum) পৃথিবীপৃষ্ঠের উপরিভাগ সমতল নয় বলে ডেটাম ধারণাটি এসেছে। তাই পৃথিবীপৃষ্ঠের উপরিভাগকে সমতল ধরে নিয়ে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান (অক্ষাংশ ও দাঘিমাংশ) নির্ণয়ে ডেটাম শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ ডেটাম হল একটি সিস্টেম যা কোনো বিন্দুর অবস্থান, দিক ও স্পর্শক স্থাপন করে। সংজ্ঞা(definition) ● সমতল ভূপৃষ্ঠের উপর যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর -অবস্থান ধরে অন্যান্য স্থানের উন্নতি বা অবনতি হিসাব করা হয়। এই বিশেষ বিন্দুকেই ডেটাম ( datum ) বলে। এই ডেটাম সমতলের সমান্তরালে যদি কোনো রেখা ধরা হয় তখন তাকে ডেটাম রেখা ( datum line ) বলে। উল্ল দূরত্ব মাপার জন্য লেভেল পৃষ্ঠ বা রেখায় যে কাল্পনিক বা ইচ্ছেমতো তল ধরা হয় তাকে ডেটাম তল ( datum level) বলে। জোয়ার ভাটা জনিত সমুদ্র সমতলের ওঠা-নামার গড় উচ্চতাকে গড় সমুদ্র সমতল ( mean sea level- MSL ) বলে। অনেক সময় একে ডেটাম তল বলে। ভারতের ক্ষেত্রে আগে করাচির সমুদ্র সমতলকে MSL ধরা হত। বর্তমানে চেন্নাইয়ের সমুদ্র সমতলকে MSL ধরা হয়। ডেটাম-এর প্রকারভেদ (types of datum) ডেটাম দুই প্রকার। যথা—  1 global datum বা global geodetic datum geo…

একটি মন্তব্য পোস্ট করুন