ঘূর্ণবাত (Cyclone)

1848 খ্রিস্টাব্দে ক্যাপটেন হেনরি পিডিংটন সর্বপ্রথম সাইক্লোন (Cyclone) শব্দটি ব্যবহার করেন। সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ 'kukloma থেকে এসেছে, বাংলায় যার
ঘূর্ণবাত (Cyclone)
ঘূর্ণবাতের উৎপত্তি ও সংজ্ঞা  (Origin and Definition of Cyclone)  1848 খ্রিস্টাব্দে ক্যাপটেন হেনরি পিডিংটন সর্বপ্রথম সাইক্লোন (Cyclone) শব্দটি ব্যবহার করেন। সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ 'kukloma থেকে এসেছে, বাংলায় যার আভিধানি মিক অর্থ হল 'সাপের কুণ্ডলী'। স্টুলারের (A. N. Strahler) -এর মতে, নিম্নচাপবিশিষ্ট কেন্দ্রকেই ঘূর্ণবাত বলে। স্থলভাগ কিংবা জলভাগের কোনো স্বল্প পরিসর স্থান হঠাৎ উত্তপ্ত হলে সেখানকার বায়ু হালকা হয় ও পার্শ্বচাপের ফলে ওপরে উঠে গিয়ে ওই স্থানে এক শক্তিশালী নিম্নচাপ কক্ষ বা কেন্দ্র (Low Pressure Cell or Center) গঠন করে।  বায়ুমণ্ডলের নীচের স্তরে ওই কেন্দ্রকে ঘিরে খাড়া বায়ুচাপীয় ঢাল তৈরি হয়। তখন চারদিক থেকে বাতাস প্রবল বেগে কুণ্ডলী আকারে পাক খেতে খেতে কেন্দ্রের দিকে ছুটে আসে এবং পর্যায়ক্রমে উয় ও ঊর্ধ্বগামী হয়।  শক্তিশালী নিম্নচাপ কক্ষকে ঘিরে কেন্দ্র অভিমুখী ও ঊর্ধ্বগামী দ্রুতগতি সম্পন্ন উন্ন ঘূর্ণয়মান বায়ুকে ঘূর্ণবাত বলে। উত্তর গোলার্ধে এই প্রকার বায়ু বামাবর্তে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় । ঘ…

একটি মন্তব্য পোস্ট করুন