★ওয়াল্থার পেঙ্কের ক্ষয়চক্র Cycle of Erosion of Walther Penck

ভূগোলশাস্ত্রের বিশিষ্ট শাখা ভূমিরূপবিদ্যার আলোচনার এক বিশিষ্ট অংশ হল ক্ষয়চক্র। এর ইংরাজি প্রতিশব্দ হল Cycle of Erosion। পৃথিবীত যে চক্রাকার ধারার মধ্
★ওয়াল্থার পেঙ্কের ক্ষয়চক্র Cycle of Erosion of Walther Penck  ভূগোলশাস্ত্রের বিশিষ্ট শাখা ভূমিরূপবিদ্যার আলোচনার এক বিশিষ্ট অংশ হল ক্ষয়চক্র। এর ইংরাজি প্রতিশব্দ হল Cycle of Erosion। পৃথিবীত যে চক্রাকার ধারার মধ্য দিয়ে বিভিন্ন প্রকার প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিসমূহ তাদের ক্ষয় প্রক্রিয়া (erosional process)-র মাধ্যমে ভূমিরূপের ক্ষয়কার্য সাধন করে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটিয়ে ক্রমশ ভূভাগকে ক্ষয়ের শেষ সীমায় (base level of erosion) নিয়ে আসে, সেই প্রকার চক্রাকার ধারাতেই ক্ষয়চক্র বলে।  প্রায় সম্ভবত জেমস্ হার্টানের পৃথিবীর ক্ষয়চক্রের ইতিহাস এবং ভূমিরূপের বিবর্তন তত্ত্বের উপর ভিত্তি করে 1884 থেকে 1899 সালের মধ্যে আমেরিকান ভূমিরূপবিদ উইলিয়াম মরিস ডেভিস সর্বপ্রথম স্বাভাবিক ক্যাচক্রের ধারণাটি প্রকাশ করেন। এই প্রকাশিত ক্ষয়চক্রের ধারণাটি নিয়ে যখন ভৌগোলিক মহলে মুগ্ধতার রশ্মি প্রতিফলিত হচ্ছে, ঠিক সেই সময় জার্মান 'ভূমিরূপদি ওয়াথার পেক্ষ এই ধারণাটির অতি সরলীকরণের সমালোচনা করে একটি নতুন তত্ত্বের জন্ম দেন। পেঙ্ক 1924 সালে তাঁর নিজস্ব লিখিত গ্রন্থ ডাই-মরফোলোজিস্ অ্যানালাইসিস (Die Mo…

একটি মন্তব্য পোস্ট করুন