শাঙ্কব ধ্রুবক (constant of the cone)

শঙ্কুর শীর্ষে বা শৃঙ্গে অবস্থিত কোণ এবং জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে অবস্থিত কোণের অনুপাতকে শাঙ্কব ধ্রুবক (constant of the cone) বলে
শাঙ্কব ধ্রুবক (constant of the cone)
সংজ্ঞা (definition) 1 শঙ্কুর শীর্ষে বা শৃঙ্গে অবস্থিত কোণ এবং জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে অবস্থিত কোণের অনুপাতকে শাঙ্কব ধ্রুবক ( constant of the cone ) বলে। 2 বিকাশযোগ্য তলের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ ( a ) এবং জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে উৎপন্ন কোণের ( 360° ) অনুপাতকে শাঙ্কব ধ্রুবক বা শঙ্কু ধ্রুবক বা কোণ ধ্রুবক ( constant of the cone ) বলে। 3 শাঙ্কব অভিক্ষেপের বিকশিত তলের শীর্ষ ( vertex or apex ) বিন্দুতে উৎপন্ন কোণ এবং জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে (pole) উৎপন্ন কোণের মধ্যে যখন পার্থক্যের অনুপাত দেখা যায় তখন তাকে কোণ ধ্রুবক বা শঙ্কু ধ্রুবক বা শাঙ্কব ধ্রুবক ( constant of the cone ) বলে। শাঙ্কব ধ্রুবক নির্ণয়ের সূত্রঃ শাঙ্কব ধ্রুবক (n) = à/360° এখানে, ( n )= কোণ ধ্রুবক।  à = চিত্রে VP শঙ্কুরূপী বিকাশযোগ্যতল বা বিকশিত তলকে উপর থেকে নীচ VP বরাবর কেটে খোলার পর যে কোণ পাওয়া যায়। 360° = জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ। শাঙ্কব ধ্রুবক-এর পরিমাণ ● যখন বিকাশযোগ্যতল বা কাগজটিকে চোঙ বেলনের রূপ দেওয়া হয়, তখন জেনারেটিং ভূ-গোলকটি চোঙটিকে নিরক্ষরেখা ( 0º ) বরাবর স্পর্শ করে। এক্ষেত্রে চোঙটি…

একটি মন্তব্য পোস্ট করুন