যৌগিক স্তম্ভ-চিত্র (COMPOUND BAR-GRAPH)

কোনো উপাদানের মোট পরিমাণকে বিভিন্ন উপাংশে বিভক্ত করে যখন সমগ্রের মধ্যে উপাংশগুলিকে দেখানো হয় তখন তাকে যৌগিক স্তম্ভচিত্র (compound bar graph) বলে।
যৌগিক স্তম্ভ-চিত্র (COMPOUND BAR-GRAPH)
সংজ্ঞা (definition): কোনো উপাদানের মোট পরিমাণকে বিভিন্ন উপাংশে বিভক্ত করে যখন সমগ্রের মধ্যে উপাংশগুলিকে দেখানো হয় তখন তাকে যৌগিক স্তম্ভচিত্র (compound bar graph) বলে। একই বার বা স্তম্ভে একাধিক উৎপাদন দেখানো হলে তাকে যৌগ/যৌগিক (compound) বা বিভক্ত (component) বা উপবিভক্ত (sub-divided) স্তম্ভচিত্র বলে। ● বৈশিষ্ট্য (characteristics): 1  এটি একটি একমাত্রিক চিত্র। 2  সমগ্রকে নানা অংশে বিভক্ত করে প্রদর্শন করা হয়। 3 সমগ্রের মধ্যে বিভিন্ন উপাদানের তুলনা করা যায়। উপাদানের বা চলকের মোট পরিমাণ বোঝাতে যৌগিক জন্তু আঁকা হয় উদাহরণ (example): কোনো পৌর জনবসতির নিরিখে নারী ও পুরুষের সংখ্যা দেখানো যায়। 4 স্তম্ভ লেখচিত্রে যখন কেবল একটি বস্তু দেখানো হয় তখন তাকে সরল স্তম্ভ লেখচিত্র বলে। কিন্তু একটি স্তম্ভে একাধিক বস্তু দেখানো হলে তাকে যৌগিক স্তম্ভ লেখচিত্র বলে। এই ব্রনের লেখচিত্রে বিভিন্ন বস্তুর সামগ্রিক পরিমাণ এবং সেই সঙ্গে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন বস্তুর পরিমাণ একত্রে দেখানো হয়। যেমন— পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার নারী ও পুরুষের সংখ্যা 5 কোনো নির্দিষ্ট স্থানে দুটো পরিসংখ্যান এর মধ্যে তুলনা দেখানোর জন্য …

একটি মন্তব্য পোস্ট করুন