মিশ্ৰ বা বহু বা তুলনামূলক স্তম্ভচিত্র (composite or multipie or comparative bar graph)
রাশিতথ্যের মধ্যে আন্তঃ সম্পর্ক আছে এমন দুটি বা ততোধিক উপাদানকে ফাঁক না রেখে পাশাপাশি স্তম্ভের আকারে উপস্থাপন করলে যে চিত্র পাওয়া যায় তাকে তুলনামূলক
মিশ্ৰ বা বহু বা তুলনামূলক স্তম্ভচিত্র (composite or multipie or comparative bar graph)
সংজ্ঞা (definition): 1 রাশিতথ্যের মধ্যে আন্তঃ সম্পর্ক আছে এমন দুটি বা ততোধিক উপাদানকে ফাঁক না রেখে পাশাপাশি স্তম্ভের আকারে উপস্থাপন করলে যে চিত্র পাওয়া যায় তাকে তুলনামূলক (comparative) বা বহু স্তম্ভ (multiple) বা মিশ্র স্তম্ভ-চিত্র (composite) বলে। (2) একই উপাদানের বা সমধর্মী ভিন্ন ভিন্ন উপাদানের তুলনার জন্য পাশাপাশি অঙ্কিত বারগ্রাফকে তুলনামূলক বারগ্রাফ (comparative Bar-graph) বলে বৈশিষ্ট্য (characteristics): 1 একটি উপাদানের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করতে তুলনামূলক বা মিশ্র স্তম্ভচিত্র আঁকা হয়।। 2 পরস্পর সম্পর্কিত স্তম্ভের মধ্যে আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায়। 3 উপাদানের বা চলকের মোট পরিমাণ না বোঝালে তখন বহু স্তম্ভ বা মিশ্র স্তম্ভ বা তুলনামূলক স্তম্ভ চিত্র আঁকতে সুবিধা (merits): 1 পরস্পর সম্পর্কিত স্তম্ভের মধ্যে আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায়। 2 এরূপ স্তম্ভ-চিত্র থেকে কোনো একটি বিষয়ের বিভিন্ন উপাদানের পরিসংখ্যান সম্পর্কে তুলনামূলক ধারণা লাভ করা যায়। 3এরূপ স্তম্ভচিত্র একটি উপাদানের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায়। অঙ্কন পদ্ধতি (methods of construction): তুলনামূলক …