মহীসঞ্চরণ মতবাদের গুরুত্ব Significance of Continental Drift Theory
পৃথিবীর মহাদেশগুলির অবস্থানের পরিবর্তন সম্পর্কে বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে সুসংগত আলোকপাত করে চলেছেন জার্মান জলবায়ুবিদ ও ভূবিজ্ঞানের গবেষক আলফ্রেড
মহীসঞ্চরণ মতবাদের গুরুত্ব Significance of Continental Drift Theory মহীসঞ্চরণ মতবাদের গুরুত্ব Significance of Continental Drift Theory পৃথিবীর মহাদেশগুলির অবস্থানের পরিবর্তন সম্পর্কে বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে সুসংগত আলোকপাত করে চলেছেন জার্মান জলবায়ুবিদ ও ভূবিজ্ঞানের গবেষক আলফ্রেড ওয়েগনার ( Alfred Wegener , 1880-1903 ) । প্রাচীনকাল থেকে বহু - ভূতত্ত্ববিদ এবং ভূমিরূপবিদ্ এমন বহু প্রশ্নের সম্মুখীন হয়েছেন , যা পৃথিবীর মহাদেশ কিংবা মহাসমুদ্রের বর্তমান বিতরণের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব নয় । 1900 শতকের মধ্যবর্তী সময়ে ফরাসি ভূবিজ্ঞানী অ্যান্টেনিও স্নাইডার পোলিগ্রিনি ( A. S.Pollegrini , 1802-1885 ) এবং বিংশ শতাব্দীর প্রথমভাগে আমেরিকান ভূ - বিজ্ঞানী এফ . বি . টেলর ( FB . Taylor , 1860 ) 1938 ) এনের গবেষণায় মহাদেশের স্থানান্তর বিষয়ের ধারণার কিছু আভাস পাওয়া যায় । ওয়েগনার 1911 সাল থেকে শুরু করে 1915 সালের শেষ সীমা পর্যন্ত চেষ্টা চালিয়ে তিনি তাঁর প্রকাশিত The Origin of Continets and Oceans বইটিতে মহীসঞ্চরণ মতবাদ প্রতিষ্ঠা করেন । এই বৈপ্লবিক চিন্তাধারা বিজ্ঞানের জগতে প্রবল আলোড়নের সৃষ্টি করে । সেই সঙ্গে এক বিতর্কিত আলোচ্য বিষয়ে পরিণত হয় । ওয়েগনার …