সৌরজগৎ তথা পৃথিবী সৃষ্টির নানা তত্ত্ব Theories of Origin of Solar System including the Earth
সৌরজগৎ ও পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিক বিভিন্ন যুগে নানা মতবাদ প্রকাশ করেছেন । এসব মতবাদের অনেকখানি অংশ অনুমানের ওপর নির্ভর করে
সৌরজগৎ তথা পৃথিবী সৃষ্টির নানা তত্ত্ব Theories of Origin of Solar System including the Earth সৌরজগৎ তথা পৃথিবী সৃষ্টির নানা তত্ত্ব Theories of Origin of Solar System including the Earth সৌরজগৎ ও পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিক বিভিন্ন যুগে নানা মতবাদ প্রকাশ করেছেন । এসব মতবাদের অনেকখানি অংশ অনুমানের ওপর নির্ভর করে সৃষ্টি হয়েছে । সেই কারণে এসবের কোনোটিকেই সম্পূর্ণ সঠিক বলে গণ্য করা হয় না । [* আলোকবর্ষ( Light year ) : দূরতম দূরত্ব পরিমাপের একক । আলো সেকেন্ডে 2 লক্ষ 97 হাজার কিমি বেগে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে।] ★ কান্ট - এর গ্যাসীয় নীহারিকা মতবাদ ( Gaseous Nebular Hypothesis of Kant ) 1755 সালে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ( Immanuel Kant ) সৌরজগৎ তথা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে তাঁর ধারণা প্রকাশ করেন । কান্ট তাঁর মতবাদে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন । কান্টের মতবাদটি পৃথিবীর উৎপত্তি সম্পর্কে প্রাচীনতম মতবাদ হিসাবে ধরা হয় । তাঁর মতবাদকে নীহারিকা মতবাদ বলা হয় । তাঁর তত্ত্বের মূল বিষয়গুলি হল- 1. তাঁর মতে মহাবিশ্বে একসময় সূর্য ছিল নীহারিকার মতো এক গ্যাস ধূলিকণার মেঘ । বর্তমান সৌরজগৎ জুড়ে ছিল এই মেঘের অবস্থা…