ভূমিরূপ সৃষ্টির উপর শিলার প্রভাব Influence of Lithology on Landforms
পৃথিবী জুড়ে বিরাজমান বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী ও সঞ্চয়কারী শক্তিসমূহের দ্বারা বা, আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা বিস্তীর্ণ শিলাময় অংশের উপর ক্
ভূমিরূপ সৃষ্টির উপর শিলার প্রভাব Influence of Lithology on Landforms ★ভূমিরূপ সৃষ্টির উপর শিলার প্রভাব Influence of Lithology on Landforms ● ধারণা (Concept) পৃথিবী জুড়ে বিরাজমান বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী ও সঞ্চয়কারী শক্তিসমূহের দ্বারা বা, আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা বিস্তীর্ণ শিলাময় অংশের উপর ক্ষয় বা সময়ের মধ্যে দিয়ে ভূভাগের যে চেহারা বা আকৃতি বা রূপ প্রকাশিত হয়। তাকেই ভূমিরূপ (landforms) বলে। ভূমিব্রপের ক্রমউত্থান বা অবনমানের জন্য যে সমস্ত নিয়ন্ত্রকগুলির কার্যকারিতা বা কার্যকরী গুণ দায়ী সেই সমস্ত নিয়ন্ত্রকগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যপূর্ণ নিয়ন্ত্রক হল শিলার গঠন। শিলাসহ শিলার গঠন ও ভূমিরূপের নিবিড় সম্পর্ক ভূমিরূপবিদ্যার এক প্রধান আলোচ্য বিষয়। পৃথিবীর সামগ্রিক ভূভাগ মূলত তিন প্রকার শিলার সমন্বয়ে গঠিত। যথা- (a) আগ্নেয়শিলা (igneous rocks), (b) পাললিক বা স্তরীভূত শিলা (sedimentary rocks) এবং (c) রূপান্তরিত শিলা (metamorphic rock)। পৃথিবীর বিস্তীর্ণ অংশে বিরাজমান উক্ত শিলাসমূহ ও তাদের গঠনের সহিত ঐ অংশের ভূমিরূপসমূহের এক নিদারুণ সম্পর্ক বর্তমান। পৃথিবীর কিছু কিছু বিশেষ অঞ্চল (যেমন–আগ্নেয় শিলাময় অঞ্চল, চুনাপাথর গঠিত অঞ…