আজ থেকে প্রায় 400 বছর আগেকার কথা । অতীতের মহাদেশীয় ভূখণ্ডের অবস্থান এখনকার থেকে আলাদা ছিল — এই ধারণার কথা বলে তুমুল বিতর্কের ঝড় তুলেছিলেন ইংল্যান্ড
মহাদেশীয় চলন Continental Drifting
মহাদেশীয় চলন ( Continental Drifting) (★)মহাদেশীয় চলনের ভাবনা Concept of Continental Drifting • আদি ভাবনা ( Ancient Concept ) আজ থেকে প্রায় 400 বছর আগেকার কথা । অতীতের মহাদেশীয় ভূখণ্ডের অবস্থান এখনকার থেকে আলাদা ছিল — এই ধারণার কথা বলে তুমুল বিতর্কের ঝড় তুলেছিলেন ইংল্যান্ডের এক পণ্ডিত ফ্রান্সিস বেকন ( Francis Bacon 1561 1626 ) 1620 সালে তিনি নোভাম অরগ্যানাম ( Novam Organum ) নামে একটি বই লিখলেন যাতে দেখালেন মানচিত্র থেকে আফ্রিকা কেটে নিয়ে আমেরিকার পাশে বসালে আফ্রিকার উত্তর - পশ্চিম অক্ষরেখা যেন দক্ষিণ আমেরিকার উত্তর - পূর্ব অক্ষরেখার সঙ্গে খাঁজে খাঁজে মিলে যায় । অবশ্য এরপরে এ নিয়ে তিনি আর হইচই করেননি । 1666 সালে আর এক দার্শনিক ফ্রামোয়া প্ল্যাসেড ( Framoya Placed ) লিখেছিলেন যে দক্ষিণ আমেরিকাকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত করেছিল আটলান্টিক নামক মহাদেশ এবং আটলান্টিক ডুবে যাওয়ার ফলে ঘটেছিল এই বিচ্ছেদ । এরপর কেটে গেছে প্রায় 200 বছর । কিন্তু বিষয়টাকে নিয়ে ভেবেছে অনেকে । এঁদের মধ্যে ফরাসি ভৌগোলিক স্নাইডার পেলিগ্রিনি ( Antonio Snider Pellegrini 1802-1885 ) প্রথম 1858 সালে আটলান্টিক মহ…