চ্যুতির ধারণা ও সংজ্ঞা Concept and Definition of Fault

চ্যুতি হল একটি ভূ - অভ্যন্তরীণ প্রক্রিয়ার ফল বিশেষ । পৃথিবীর অভ্যন্তরে সৃষ্ট সংকোচন , প্রসারণ , উত্থান , অবনমন বিচ্ছেদ , বিবৃতি , নির্গমন প্রভৃতি প্র
চ্যুতির ধারণা ও সংজ্ঞা Concept and Definition of Fault
★ চ্যুতির ধারণা ও সংজ্ঞা Concept and Definition of Fault • চ্যুতির ধারণা ( Concept of Fault ) চ্যুতি হল একটি ভূ - অভ্যন্তরীণ প্রক্রিয়ার ফল বিশেষ । পৃথিবীর অভ্যন্তরে সৃষ্ট সংকোচন , প্রসারণ , উত্থান , অবনমন বিচ্ছেদ , বিবৃতি , নির্গমন প্রভৃতি প্রক্রিয়ার জন্য ভূপৃষ্ঠে ভূমিরূপ প্রভাবিত পরিবর্তিত হয় বলে এই প্রক্রিয়াগুলিকে অন্তর্জায় প্রক্রিয়া বলে । এই অন্তর্জাত প্রক্রিয়াকে পরিচালিত করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা শিলামণ্ডলের নীচে অবস্থিত ঊর্ধ্ব গুরুমণ্ডলের থেকে উদ্ভূত । গুরুমণ্ডলে উত্তপ্ত অর্ধতরল এবং স্থিতিস্থাপক পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মের কারণে এক অন্তর্জাত বলের সৃষ্টি হয় যার প্রভাব শিলামণ্ডল টপকে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় । অর্থাৎ ভূ - অভ্যন্তরভাগে ম্যাগমার এই সঞ্চালন নতুন পাতের গঠন ও ভূহকের সঞ্চালনের দ্বারা মহাদেশ মহাসাগরের প্রাথমিক সংস্থান ( structure ) গঠিত হয়ে এই সংস্থানের সৃষ্টিতে চ্যুতি উৎপত্তি একটি অন্যতম ক্রিয়া । ভূ - অভ্যন্তরে বিভিন্ন শিলাস্তরে সংনমন ও সংকোচনের প্রভাবে যেমন বিভিন্ন ভাঁজের সৃষ্টি হয় , তেমনি প্রবল আলোড়ন বা কম্পনের ফল…

একটি মন্তব্য পোস্ট করুন