ভূতাত্ত্বিক সময়ের মানদণ্ড অনুসারে ভারতের জীববৈচিত্র্য Biodiversity of India according to Geological Time Scales
পৃথিবীর বিভিন্ন বয়সের জীববৈচিত্র্যের ধরন ছিল ভিন্ন ভিন্ন । আবার সব জায়গায় সব জীবেরও সন্ধান পাওয়া যায়নি । ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় । ভারত
ভূতাত্ত্বিক সময়ের মানদণ্ড অনুসারে ভারতের জীববৈচিত্র্য Biodiversity of India according to Geological Time Scales পৃথিবীর বিভিন্ন বয়সের জীববৈচিত্র্যের ধরন ছিল ভিন্ন ভিন্ন । আবার সব জায়গায় সব জীবেরও সন্ধান পাওয়া যায়নি । ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় । ভারতীয় উপমহাদেশের উৎপত্তি ও গঠন এবং স্থানান্তর যুগে যুগে যেমনভাবে হয়েছে সেভাবে জীববৈচিত্র্যও তৈরি হয়েছে । শিলাস্তরে সজ্জিত বিভিন্ন ধরনের ফসিল অনুসন্ধান ও তার গঠন অধ্যয়ন করে এ সম্বন্ধে কিছু তথ্য জানা যায় । এই তথ্য আলোচনা করলে দেখতে পাওয়া যায় সমস্ত যুগে বা উপযুগে ভারতে উদ্ভিদ ও প্রাণীকুলের বিস্তার ছিল না । কোনো কোনো বিশেষ যুগে অধিক মাত্রায় ছিল । ★প্যালিওজোয়িক যুগ ( Paleozoic Era ) 1. প্যালিওজোয়িক যুগে ভারতের বেশ কয়েকটি অংশে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে । ক্যামব্রিয়ান , অর্ডোভিসিয়ান ও সিলুরিয়ান উপযুগের জীবাশ্ম পাওয়া গেছে পশ্চিম পাঞ্জাবের লবণ পর্বত অঞ্চলে ( বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত ) । 2 . হিমাচল প্রদেশের স্পিটি নদীর উপত্যকা অপর উল্লেখযোগ্য জীবাশ্ম অঞ্চল । এই অংশের বিভিন্ন যুগে প্রচুর জাবায় পাওয়া গেছে ।…