এই মহাবিশ্বে তারা জগতের মোট সংখ্যা কত ? আলোক দূরবীনের সাহায্যে এ পর্যন্ত প্রায় 10 কোটি তারা জগৎকে গোনা সম্ভবপর হয়েছে । তবে আধুনিক জ্যোতির্বিদদের মতে
বিগ ব্যাং তত্ত্ব the Big Bang Theory বিগ ব্যাং তত্ত্ব the Big Bang Theory ★ মহাবিশ্ব সৃষ্টিরতত্ত্ব(Theories of Origin of Universe ) এই মহাবিশ্বে তারা জগতের মোট সংখ্যা কত ? আলোক দূরবীনের সাহায্যে এ পর্যন্ত প্রায় 10 কোটি তারা জগৎকে গোনা সম্ভবপর হয়েছে । তবে আধুনিক জ্যোতির্বিদদের মতে মহাবিশ্বে প্রায় এক লক্ষ কোটি তারাজগৎ থাকার সম্ভাবনা । এখন প্রশ্ন এই লক্ষ কোটি তারা জগতের মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হল ? কখন শুরু হল ? মহাবিশ্বের শেষই বা কখন ? তখন এই তারাগুলিই বা যাবে কোথায় ? মহাবিশ্বের এই সৃষ্টি রহস্য নিয়ে মানুষের চিন্তা দির্ঘদিনের । এ নিয়ে দুটি তত্ত্ব বেশি আলোচিত । তার একটি হল বিবর্তন তত্ত্ব ( Theory of the evoluing Universe ) বা বিগ ব্যাং তত্ত্ব ( Big Bang Theory ) । অপরটি হল স্থিতাবস্থাশীল তত্ত্ব ( Steady state Theory ) । ★ তত্ত্বের অবতারণা ( Introduction ) মহাবিশ্ব সৃষ্টির সর্বাপেক্ষা গ্রহণযোগ্য তত্ত্ব হল বিগ ব্যাং তত্ত্ব। পৃথিবীর উৎপত্তির সঙ্গে মহাবিশ্ব সৃষ্টির সম্পর্ক সরাসরি জড়িত না থাকলেও বিজ্ঞানীরা মোটামুটি একমত যে , এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুকণার উৎপত্তি ও পরিণতি প্রায় একই রকম এবং একই সূত্রে বাঁধা । সেই কারণে …